গাজায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৮৫৩ জন সেনা নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে ইসরাইল। সর্বাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত সেনাবাহিনী বারবার হামাসের গেরিলা কৌশলের ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছে।
সর্বশেষ রাফা অঞ্চলের আল-জানিনা পাড়ায় একটি সুরঙ্গ তল্লাশির সময় বিস্ফোরণে নিহত হয়েছেন ইয়াহালোম ইউনিটের ক্যাপ্টেন নোয়াম রহিদ ও সার্জেন্ট ইয়ালি সেরর। এর আগে দারাজ ও তুফাহ পাড়ায় সেনাশিবিরে বিস্ফোরণে আহত হন আরও দুই সেনা।
গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত আহত ইসরাইলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৫,৭৫৮ জন। গাজায় পূর্ণমাত্রার অভিযান শুরু হলেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি পায়নি ইসরাইল। বরং গেরিলা হামলায় ক্ষয়ক্ষতির মুখে পড়ে রিজার্ভ সেনা তলব এবং আরও বড় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে তারা।
বিশ্লেষকদের মতে, হামাসের গেরিলা কৌশলই এখন ইসরাইলি বাহিনীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।