ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি শিখে প্রথম দিনই ধরা

প্রথমবারের মতো মোটরসাইকেল চুরি করতে এসে জনতার হাতে আটক রাসেল হোসেন (২০) ও মিজান হোসেন। তারা ইউটিউব দেখে মোটরসাইকেল চুরি শিখেছিল। কিন্তু প্রথমবারেই ব্যর্থ হন এই দুই যুবক।

সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের দারুশ শেফা প্রাইভেট হাসপাতাল এলাকা থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা করে এই দুজন। এ সময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল চুরির জন্য তৈরিকৃত বিশেষ চাবি উদ্ধার করা হয়েছে।

মোটরসাইকেল চোর চক্রের সদস্য রাসেল হোসেন ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িলা গ্রামের ফেটু মিয়ার ছেলে ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে মিজান হোসেন। এর মধ্যে রাসেল হোসেন কালীগঞ্জের সরকারি মাহতাব উদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও মিজান রাজমিস্ত্রীর কাজ করেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে দারুশ শেফা প্রাইভেট হাসপাতালের পিছনে একটি লাল রঙের এ্যাপাসি মোটরসাইকেলের ঘাড়ের তালা ভেঙে ফেলেন তারা দুজন। কিন্তু মোটরসাইকেলটির হাইড্রলিক তালা ভাঙার সময় স্থানীয়দের সন্দেহ হয় এবং তাদের ধরে ফেলে দুই চোরকে দঁড়ি দিয়ে বেঁধে মাথার চুল কেটে দেয়। পরে পুলিশে সোপর্দ করা হলে তারা থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে মোটরসাইকেলটির মালিক সরকারি ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলাম জানান, তিনি মোটরসাইকেল রেখে পাশে কাজ করছিলেন। এসে দেখেন মোটরসাইকেলের ঘাড়ের তালা ভাঙা। এরপর দেখি স্থানীয়রা দুই চোরকে ধরে রেখেছে।

এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, স্থানীয়রা দুই চোর ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এফপি

Share this news on:

সর্বশেষ

img
হজ ফ্লাইটের নিয়ন্ত্রণে যুবলীগ নেতা তসলিম May 06, 2025
img
অধ্যক্ষকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল এনসিপি May 06, 2025
img
স্বেচ্ছায় দেশে ফেরা অভিবাসীদের ভাতা দেবে ট্রাম্প প্রশাসন May 06, 2025
img
ফিরছেন খালেদা জিয়া, দলীয় পতাকা হাতে অভ্যর্থনায় প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা May 06, 2025
img
বগুড়ায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করল ছাত্র May 06, 2025
img
ট্রাক্টর থেকে ছিটকে পড়ে প্রাণ গেল হেলপারের May 06, 2025
img
তাঁতীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ মামলায় দণ্ড ও জরিমানা May 06, 2025
img
মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিলেন বাবা-মা May 06, 2025
img
আজ দেশে ফিরছেন খালেদা জিয়া: ঢাকার যেসব রোডে চলাচল করবেন May 06, 2025
img
আজ যেসব খেলা দেখবেন টিভিপর্দায় May 06, 2025