গলায় লিচু আটকে প্রাণ গেল শিশুর

যশোরের মনিরামপুর উপজেলায় লিচুর বিচি গলায় আটকে মায়াজ হাসান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ মে) বিকেল ৫টার দিকে মনিরামপুর পৌরসভার জুড়ানপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শিশু মায়াজ জুড়ানপুর কাজী পাড়ার গ্রামের আইনুল হকের ছেলে।

নিহতের স্বজনরা জানান, বিকেল ৫ টার দিকে পিতার সাথে বসে শিশু মায়াজ লিচু খাচ্ছিল। এসময় অসাধারণতাবসত লিচুর বিচি মুখে দিলে তা গলায় আটকে যায়। এ সময় শিশুর মুখ কালো হয়ে যায় এবং সে শ্বাস নিতে পারছে না। পরে পরিবারের সদস্যরা তাকে মনিরামপুর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার্ড করে। পরে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে কুয়াদা বাজারে পৌছুলে শিশু মায়াজ মারা যায়।

এ বিষয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা.দেবাশীষ বিশ্বাস বলেন, বিকালে গলায় লিচুর বিচি আটকে যাওয়া শিশুকে যশোরে রেফার্ড করা হয়।

শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হোগলাডাঙ্গা কেজি কেএম মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও শিশুর পিতা আইনুল হক। রোববার রাত ১০ টার দিকে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থান মায়াজের দাফন সম্পন্ন হয়।

আরআর/এসএন

Share this news on: