গ্রেফতার হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ মে) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার হয়। বিল্লাল মিয়া জেলার আশুগঞ্জ উপজেলা শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামের হেবজু মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

বিল্লাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দুটি মামলার এজাহারনামীয় আসামি। মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

এসএম/এসএন

Share this news on: