শুক্রবার কুয়েত প্রবাসীদের গণশুনানি করবে দূতাবাস

প্রবাসী বাংলাদেশিদের সমস্যা শনাক্ত এবং তা সমাধানের পদক্ষেপ হিসেবে আগামী শুক্রবার (৯ মে) একটি গণশুনানির আয়োজন করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। এতে উপস্থিতি থেকে প্রবাসীদের সমস্যার কথা শুনবেন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

এক বিজ্ঞপ্তিতে কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানায়, কুয়েত প্রবাসী সব বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র দূতাবাস কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানা ও তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এবং দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা তথা পাসপোর্ট ও কনস্যুলার সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি মাসে গণশুনানির আয়োজন করা হয়ে থাকে।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উক্ত গণশুনানিতে উপস্থিত থাকবেন। এ পরিপ্রেক্ষিতে আগামী ৯ মে শুক্রবার বিকেল ৩টায় উক্ত গণশুনানি দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হবে। উক্ত গণশুনানি সবার জন্য উন্মুক্ত এবং যেকোনো আগ্রহী ব্যক্তি উক্ত গণশুনানিতে অংশগ্রহণ করতে পারবেন।

টিকে/এসএন 

Share this news on:

সর্বশেষ