কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে হামলার ঘটনায় ১৩০ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ১৩০ জনের নাম উল্লেখ করে ও ৭০-৮০ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা আশিকুর রহমান।

সোমবার (৫ মে) ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাছিমা খাতুন মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৩ আগস্ট চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘হাসিনার আস্থা’ ব্যানারে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের গালিগালাজ ও হুমকি দেন। পরদিন, ৪ আগস্ট মূল ফটকে ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু সদস্য আন্দোলনকারীদের ওপর ধারালো অস্ত্র ও গুলি নিয়ে হামলা চালান। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিবুল হাসান রনিকে প্রধান আসামি করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় আছেন ছাত্রলীগের বর্তমান সভাপতি আল-মাগমুদ কায়েস, সাবেক সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদকসহ আরও অনেকে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীকেও আসামি করা হয়েছে।

বাদী আশিকুর রহমান অভিযোগ করেন, ঘটনার পরদিন থানায় মামলা করতে গেলে পুলিশ গড়িমসি করে এবং দীর্ঘ তিন মাসেও মামলা নেয়নি। তাই আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন। তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম বলেন, আদালত মামলাটি গুরুত্ব দিয়ে আমলে নিয়েছে এবং পিবিআইকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছে।


এসএস/টিএ

Share this news on: