ঈদুল আজহার আগে দুই শনিবার খোলা থাকবে অফিস

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে সরকারি কর্মীদের জন্য টানা ১০ দিনের ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কারণে ছুটির আগের দুই শনিবার—১৭ মে ও ২৪ মে—সরকারি অফিস খোলা থাকবে।

মঙ্গলবার (৬ মে) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, “মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি থাকবে। তাই ১৭ ও ২৪ মে অফিস খোলা থাকবে।”

এর আগে, ঈদুল ফিতরে সরকারি কর্মচারীদের জন্য ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৯ দিনের টানা ছুটি দেওয়া হয়েছিল।


এসএস/টিএ

Share this news on: