পেহেলগাম হামলার ঘটনায় নতুন করে বিতর্ক উস্কে দিলেন কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়েগ। তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই সম্ভাব্য সন্ত্রাসী হামলার গোয়েন্দা সতর্কতা পেয়েছিলেন এবং সেই কারণেই তার কাশ্মীর সফর বাতিল করা হয়।
মঙ্গলবার এক বক্তব্যে খড়েগ বলেন, “২২ এপ্রিলের পেহেলগাম হামলার তিন দিন আগেই প্রধানমন্ত্রী একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন। আমি সংবাদপত্রে সেটি পড়েছি। কেন্দ্রীয় সরকারও মেনে নিয়েছে যে এ ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল। আগে থেকে জেনে কোনো পদক্ষেপ না নেওয়াটাই বড় প্রশ্ন।”
ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, মোদীর কাশ্মীর সফর হওয়ার কথা ছিলো ১৯ এপ্রিল। কিন্তু সেই সফর রহস্যজনকভাবে বাতিল করা হয়। ওই সময়েই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে খবর ছিলো, এপ্রিলেই কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার সম্ভাবনা রয়েছে।
খড়েগ আরও বলেন, “আমরা বিরোধী দল হিসেবে সঙ্কটের সময়ে জাতীয় ঐক্যের পক্ষে থেকেছি। পেহেলগাম হামলার পরও পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার প্রশ্নে আমরা সরকারকে সমর্থন করেছি। কিন্তু প্রধানমন্ত্রী আমাদের সেই অবস্থানকেও ব্যঙ্গ করে রাজনৈতিক মন্তব্য করেছেন।”
পেহেলগামে সাম্প্রতিক হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়, যা কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এই হামলার পেছনে পাকিস্তান-সমর্থিত জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে বলে দাবি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
এসএস/টিএ