হাসনাত আব্দুল্লাহর মৃত্যুর খবর সত্য নয়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ মারা গেছেন—এমন একটি গুজব সম্প্রতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে “নিউজ কনফার্ম মা*রা গেছে হাসনাত আব্দুল্লাহ, ভিডিও দেখুন কমেন্টে” শিরোনামে বিভ্রান্তিকর পোস্ট ঘুরে বেড়াতে দেখা যায়। তবে এ দাবি সম্পূর্ণ মিথ্যা বলে নিশ্চিত করেছে রিউমার স্ক্যানার বাংলাদেশ।

রিউমার স্ক্যানার টিম অনুসন্ধানে জানতে পারে, এই তথ্যের কোনো বাস্তব ভিত্তি নেই। তদন্তে দেখা যায়, এসব পোস্টে ‘amardeesh247’ নামের একটি অপ্রামাণ্য ও ভূঁইফোড় ব্লগসাইটকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে, যেটি একটি বিনামূল্যের ব্লগস্পট ডোমেইনে চালিত হচ্ছে। বিশ্লেষণে দেখা গেছে, উক্ত সাইটের কোনো বিশ্বাসযোগ্যতা নেই।

ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, ৪ মে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঢাকায় ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে তার হাতে আঘাত লাগে এবং গাড়ির গ্লাস ভেঙে যায়। তবে তাকে গুরুতর আহত বা মৃত্যুবরণ করেছেন—এমন কোনো খবর গণমাধ্যমে পাওয়া যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করলেও মৃত্যুর খবরটি নাকচ করে দেন। এমনকি এনসিপির পক্ষ থেকেও কোনো প্রেস বিজ্ঞপ্তিতে হাসনাত আব্দুল্লাহর মৃত্যু বা গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি।


এসএস/টিএ

Share this news on: