রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত

রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পাওয়া ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। মঙ্গলবার (৬ মে) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও আরশাদুর রউফ; আর আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এম কে রহমান।

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বার চেম্বার আদালত আদেশ দিলেন। এর আগে হাইকোর্ট থেকে জামিন পাওয়ার কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আবেদন করে। তখন চেম্বার আদালত প্রথমে জামিন স্থগিত করে শুনানির নতুন দিন ধার্য করেছিল।

গত বছরের ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের এক বড় সমাবেশে অংশ নেন চিন্ময় কৃষ্ণ দাস। এরপর জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে ৩১ অক্টোবর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়।

চিন্ময় দাসকে গত ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরদিন চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই দিন আদালত এলাকায় তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে প্রাণ হারান সরকারি কৌঁসুলি সাইফুল ইসলাম আলিফ।

চিন্ময় দাস এখনও কারাগারেই আছেন এবং আপাতত জামিন পাচ্ছেন না, চেম্বার আদালতের সর্বশেষ আদেশে সেটাই স্পষ্ট হয়েছে।


এসএস/টিএ

Share this news on: