আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মোখলেসুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) ভোররাতে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে তাকে আটক করা হয়। অভিযানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও (ডিএমপি-ডিবি) সহায়তা করে।

বিকালে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মোখলেসুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বিগত সরকার পতনের সময়, গত ৫ আগস্ট থেকে আত্মগোপনে ছিলেন মোখলেস। পরে তার মেয়র পদ বাতিল করা হয়।


এসএস/টিএ

Share this news on: