মায়ের কোল থেকে নিয়ে শিশুকে দেড় লাখে বিক্রি করলেন বাবা

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে নির্যাতন ও মৌখিকভাবে তালাক দেওয়ার পর আট মাস বয়সী কন্যাশিশুকে ছিনিয়ে নিয়ে দেড় লাখ টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে।

শিশুটির মা পপি বেগম এ বিষয়ে ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। নগরকান্দা থানার ওসি মোহাম্মাদ সফর আলী মঙ্গলবার (৬ মে) এ তথ্য নিশ্চিত করেন। ঘটনাটি সম্প্রতি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের রামপাশা গ্রামে ঘটে।

২৮ এপ্রিল নগরকান্দা থানা পুলিশকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় স্বামী কাইয়ুম বিশ্বাস (৪০), তার তিন বোন মিতা আক্তার, বুলি বেগম, সাগরী আক্তারসহ ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

জানা গেছে, তিন বছর আগে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের হান্নান সরদারের মেয়ে পপি বেগমের সঙ্গে পাশের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের রামপাশা গ্রামের মানিক বিশ্বাসের ছেলে কাইয়ুম বিশ্বাসের সঙ্গে পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহ লেগেই থাকত। এর মাঝে তাদের একটি মেয়েশিশুর জন্ম হয়। পরবর্তীকালে গত পাঁচ মাস আগে কলহের জের ধরে মৌখিক তালাক হয়।

ভুক্তভোগী পপি বেগম জানান, তালাকের সময় জোর করে তার শিশু তানহাকে কোল থেকে কেড়ে রেখে দেন স্বামী। পরে তার স্বামী ওই শিশুকে একই উপজেলার শাখরাইল গ্রামের কুবাদ শেখের মেয়ে কহিনুর বেগমের কাছে দেড় লাখ টাকায় বিক্রি করেন। আর এই বিক্রির মধ্যস্থতা করেন নগরকান্দার দলিল লেখক আলমগীর তালুকদার।

তিনি বলেন, আমার বাচ্চাডারে দেখবার জন্য রাতে ঘুম হয় না, খাবার পারি না। আমার কলিজাডা শুকায় গেছে। যার কাছে মেয়েকে বিক্রি করা হয়েছে তার মায়ের পা পর্যন্ত জড়ায় ধরছি, তবুও দেখতে দেয় নাই। ওরা বলছে- আমরা দেড় লাখ টাকা দিয়ে কিনেছি, যে বিক্রি করছে তার কাছে যাও।

ঘটনাটি নিয়ে কাইয়ুম বিশ্বাসের বোন মিতা আক্তারের মোবাইলে কল করলে অপর একজন রিসিভ করে মিতার স্বামী পরিচয় দেন এবং ব্যস্ত আছেন বলে কেটে দেন।

এদিকে শিশুটির বাবা কাইয়ুম বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া সম্ভব হয়নি।

নগরকান্দা থানার ওসি জানান, আদালত আমাদের কাছে প্রতিবেদন চেয়েছেন, সেই অনুযায়ী কাজ চলছে। কিন্তু অভিযোগে বাচ্চাটি বিক্রির যে ঠিকানা দেওয়া হয়েছে, সেখানে তাকে খুঁজে পাওয়া যায়নি। শিশুটিকে খুঁজে পেলে আদালতে পাঠিয়ে দেওয়া হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মা অথবা বাবার কাছে ওই শিশুটিকে পাঠিয়ে দেওয়া হবে।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নারীর পাশে দাঁড়াতে হবে : উপদেষ্টা May 07, 2025
img
ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনা রোধে আহছানিয়া মিশনের ৯ পরামর্শ May 07, 2025
দেশে ফিরেই অসুস্থ মাকে দেখতে স্কয়ার হাসপাতালে ডা. জুবাইদা রহমান May 07, 2025
img
ইতিহাস গড়েও সেমিফাইনাল শেষে বার্সার স্বপ্নভঙ্গ May 07, 2025
img
ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে পাকিস্তানের হামলা May 07, 2025
img
ভারত-পাকিস্তান সীমান্তে চলছে ব্যাপক গোলাগুলি-গোলাবর্ষণ May 07, 2025
img
পাকিস্তানে ভারতের হামলার প্রতিক্রিয়ায় যে মন্তব্য করলেন ট্রাম্প May 07, 2025
img
ভারতের দুই যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করল পাকিস্তান May 07, 2025
img
ভারতে পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তান May 07, 2025
img
পাকিস্তানে ভারতের হামলা, মাঝপথে ফিরে গেল বাংলাদেশগামী দুইটি প্লেন May 07, 2025