রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে নানা সমস্যার সমাধানে ৭ দফা দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (৭ মে) সকালে কলেজের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় অবকাঠামো ও শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলোর সমাধানে আগামী ৭ দিনের আল্টিমেটাম ঘোষণা দিয়েছেন তারা।
বিক্ষোভে কলেজের বিভিন্ন ছাত্রসংগঠন, সামাজিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এসময় প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
বিক্ষোভে নেতৃত্ব দেওয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আবাসন, ক্লাসরুম ও পরিবহন সংকটে ভুগছেন। একাধিকবার দাবি জানানো হলেও বাস্তবায়নের কোনো পদক্ষেপ চোখে পড়েনি। তাই এবার ছাত্রসমাজ দল-মত নির্বিশেষে একত্রিত হয়েছে।
কবি নজরুল কলেজ বিতর্ক ক্লাবের সভাপতি আজম খান বলেন, ১৫৩ বছরের গৌরবময় ইতিহাস নিয়েও কলেজটি কাঙ্ক্ষিত অবকাঠামো উন্নয়ন থেকে বঞ্চিত। যৌক্তিক দাবি আদায় ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নেই।
কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, নানামুখী সমস্যায় কবি নজরুল কলেজ আজ জর্জরিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো পরিবর্তন আসেনি। তাই এবার আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছি।
শিক্ষার্থীদের সাত দফা দাবিগুলো হচ্ছে :
১. দীর্ঘদিন সংস্কারবিহীন ছাত্রাবাস সংস্কার ও নতুন জায়গায় হল নির্মাণ।
২. ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা নতুন হল নির্মাণ।
৩. পর্যাপ্ত সংখ্যক বাসসহ পরিবহন ব্যবস্থা চালু।
৪. শ্রেণিকক্ষ সংকট নিরসনে বহুতল ভবন নির্মাণ।
৫. ক্যাম্পাস সম্প্রসারণে নতুন জায়গা বরাদ্দ।
৬. ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুন অবকাঠামো গড়ে তোলা।
৭. শিক্ষক সংকট দ্রুত সমাধান।
প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের পর ইরফান আহমেদ ফাহিম শিক্ষার্থীদের পক্ষ থেকে ৭ দিনের আল্টিমেটাম ঘোষণা দেন। তিনি বলেন, এই সাত দিনের মধ্যে যদি আমাদের দাবি বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা না আসে, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।
আরআর/টিএ