পাওনা টাকার দ্বন্দ্বে বন্ধুর হাতে প্রাণ গেল বন্ধুর

কুমিল্লার দেবীদ্বারে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে সফিউল্লাহ (৪৫) নামে এক ব্যাক্তিকে হত্যা করা হয়েছে। জানা গেছে, কথা কাটাকাটির এক পর্যায়ে রড দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে তারই ঘনিষ্ঠ বন্ধু রাসেল (৩০)।

মঙ্গলবার (৬ মে) বেলা ২ টায় উপজেলার ভানী ইউনিয়নের ত্রিবিদ্যা গ্রামের ঘাতক রাসেলের অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত সফিউল্লাহ (৪৫) উপজেলার ভানী ইউনিয়নের ভানী গ্রামের কেরুর বাড়ির মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের ছেলে।

এদিকে ঘাতক রাসেল (৩০) ত্রিবিদ্যা গ্রামের আন্দিরপাড়ারের বাসিন্দা।

সরেজমিনে বুধবার (৭ মে) দুপুরে ঘটনাস্থল গিয়ে জানা যায়, রাসেল অটোরিকশা-ভ্যান মেকানিক, অপরদিকে নিহত সফিউল্লাহ ভ্যানচালক। ভ্যানের কাজ করার সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। উভয়ই উভয়ের বাড়িতে আসা যাওয়া খাওয়া-দাওয়া, বেড়ানো ও আর্থিক লেনদেন করে আসছিল।

গত ৪ মাস আগে রাসেলের কাছে সফিউল্লাহর পাওনা প্রায় ৪০/৪৫ হাজার টাকা নিয়ে দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ ঘটনায় হাতাহাতি ও মারামারি হয়। স্থানীয়রা বিষয়টি মিমাংসাসহ লেনদেন মিটাতে সালিস ডাকেন। সালিসে লেনদেনের বিষয়টি মিটমাট করে উভয়কে মিলিয়ে দেন।

এর পর থেকে দুই বন্ধু পূর্বের মতো সম্পর্ক নিয়েই চলছিল।

গতকাল মঙ্গলবার (৬ মে) বেলা ২টার দিকে রাসেলের দোকানে পূর্বের কিছু টাকা লেনদেন নিয়ে সফিউল্লাহর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেল ক্ষিপ্ত হয়ে গেরেজের একটি রড দিয়ে সফিউল্লাহর মাথায় ও মুখমন্ডলে কয়েকটি এলোপাথারী আঘাত করে। এতে সফিউল্লাহ মেঝেতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

সফিউল্লাহর মৃত্যু নিশ্চিত হলে লাশ দোকানে রেখে রাসেল গেরেজের সাটার বন্ধ করে নিহত সফিউল্লাহর প্রতিবেশী সবুজ নামে এক ব্যাক্তিকে ফোনে ঘটনা জানান।

সবুজ খবর পেয়ে স্থানীয়দের নিয়ে দোকানে সফিউল্লাহর লাশ দেখতে পান। থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে রাত সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির লাশ উদ্ধার করেছি। ঘাতক রাসেল পলাতক রয়েছে। তাকে আটকের কাজ চলমান রয়েছে।

ওসি আরো জানান, ‘এ ঘটনায় নিহতের স্ত্রী তাছলিমা বেগম বাদী হয়ে হত্যার অভিযোগে রাসেল ও তার পিতা কেরামত আলীকে আসামি করে থানায় মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ছেলের চুরির অভিযোগে মাকে নাকে খত দেওয়ানোর ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার May 08, 2025
img
অবৈধ অভিবাসন সহায়তা: সৌদি নারীর সাজা, তদন্তে দুই বাংলাদেশি May 08, 2025
img
“পাকিস্তানকে এখনও ভয় পায় ভারত”— ইলিয়াস হোসেনের বিস্ফোরক দাবি May 08, 2025
img
পাকিস্তানে হামলার পর মুখ খুললেন মমতা ব্যানার্জী May 08, 2025
img
তাপপ্রবাহে গরম বাড়ছে, মে মাসে আসতে পারে ঘূর্ণিঝড়ও May 08, 2025
img
২০২৬ সালের বিশ্বকাপ হবে ‘সর্বকালের সেরা’— দাবি ট্রাম্পের May 08, 2025
img
ক্রিকেটার রুবেল হোসেনের ভাতিজা নিখোঁজ May 08, 2025
img
ফাইনালে পিএসজি, ইউসিএল স্বপ্নভঙ্গ আর্সেনালের May 08, 2025
img
অম্রিতসারে ফের ব্ল্যাকআউট, মধ্যরাতে বিস্ফোরণের শব্দে চাঞ্চল্য May 08, 2025
img
ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক, এবার হয়েছেন ছাত্রদলেরও প্রচার সম্পাদক May 08, 2025