র‍্যাবের অভিযানে চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার ৩

চট্টগ্রামের বাকলিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে নগরীর কল্পলোক আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে পলিথিনে মোড়ানো একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সরোয়ার উদ্দিন (৩৫), মো. মারুফ হোসেন ওরফে মানিক (৩৩) এবং মো. জামাল উদ্দিন (৩৯)।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা অস্ত্রটি বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে নিজেদের হেফাজতে রেখেছিল। তারা অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

Share this news on:

সর্বশেষ