‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু)’ এর নীতিমালায় শিক্ষার্থীদের মতামত না থাকায় বিশেষ সিন্ডিকেট আহ্বান করেও পাস হয়নি।
বুধবার (৭ মে) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শততম বিশেষ সিন্ডিকেটের সভা হয়।
উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, জকসু গঠনতন্ত্র নিয়ে যেন কোনো অসন্তুষ্টি কিংবা অস্পষ্টতা না থাকে সেজন্য প্রস্তাবিত গঠনতন্ত্রে শিক্ষার্থীদের মতামত সংযুক্ত করার পরামর্শ এসেছে সিন্ডিকেট সদস্যদের কাছ থেকে। শিক্ষার্থীদের মতামত যুক্ত করার পরামর্শ আসায় গঠনতন্ত্র চূড়ান্ত করার বিষয়টি কয়েক সপ্তাহ পিছিয়ে গেল।
তিনি আরও বলেন, এ নিয়ে এখন একটি উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে। এ কমিটি ও শিক্ষার্থীদের লিখিত মতামত নীতিমালাতে সংযুক্ত করে পরবর্তী সিন্ডিকেটে এটি পাস হবে। এ পদ্ধতিতে গেলে সবার অংশগ্রহণ নিশ্চিত হবে বলে আমি মনে করি।
এ বিষয়ে সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, প্রস্তাবিত নীতিমালাতে শিক্ষার্থীদের মতামত না থাকায় বিষয়টি নিয়ে পরবর্তীতে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয়, সেজন্য সিন্ডিকেট সদস্য ও ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজিম আলমকে আহ্বায়ক করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি শিক্ষার্থীদের মতামত গ্রহণ করে তাদের পর্যালোচনা লিখিত আকারে আগামী ১০ দিনের মধ্যে জমা দেবে।
এসএম/টিএ