দুদকের অভিযানের খবর শুনেই ফাঁকা বরিশাল বিআরটিএ অফিস

ছদ্মবেশে বরিশাল বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের নিচ তলায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিস থেকে তাকে আটক করা হয়।

এরপর ভ্রাম্যমাণ আদালতের বিচারক রবিউল হাসান ভূঁইয়া দালাল সঞ্জীবকে এক মাসের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা।

অভিযান চলাকালে বিআরটিএ-এর কর্মকর্তা-কর্মচারীরা অফিস থেকে পালিয়ে যান। আটক দালাল সঞ্জীব কুমার দাস (৪৪) বরিশাল নগরীর দপ্তরখানা এলাকার বাসিন্দা।

দুদক কর্মকর্তা রাজকুমার সাহা বলেন, সেবাগ্রহীতাদের কাছ থেকে অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের সত্যতা জানতে ছদ্মবেশে দুদকের কর্মকর্তা দুটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে বিআরটিএতে আসেন। তখন তার কাছে দালাল সঞ্জীব দুটি ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার বিনিময়ে ২১ হাজার টাকা দাবি করেন। এ সময় সঞ্জীবকে আটক করা হয়। তার সঙ্গে বিআরটিএ অফিসের কারও সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। এরপর জড়িতদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শী বলেন, দুদকের অভিযানের খবরে মুহূর্তেই বিআরটিএ অফিস ফাঁকা হয়ে যায়। এ সময় তড়িঘড়ি করে বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীরা অফিস ছেড়ে চলে যান।

প্রসঙ্গত, সারা দেশে বিআরটিএ-এর ৩৫টি অফিসে বুধবার দুপুরে একযোগে অভিযান পরিচালনা করছে দুদক। অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা যাচাই করতে এই অভিযান পরিচালিত হচ্ছে। যার মধ্যে রয়েছে—বরিশালসহ ঢাকার উত্তরা ও কেরানীগঞ্জ বিআরটিএ অফিস, গাজীপুর ও নারায়ণগঞ্জ বিআরটিএ অফিস, বাগেরহাট, বরগুনা, ও ঝালকাঠি বিআরটিএ অফিস।

আরএম/এসএন


Share this news on:

সর্বশেষ

img
ভ্যান চালকের শরীর থেকে মিলল অর্ধ কোটি টাকার স্বর্ণের বার May 08, 2025
img
যশোরে কাচ্চি ভাইসহ ৩ খাবারের দোকানের বিরুদ্ধে মামলা May 08, 2025
img
ইতিহাসের পুনরাবৃত্তি ঠেকাতে হলে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: জামায়াত আমির May 08, 2025
img
ফাইনালে পিএসজি, ইউসিএলে আর্সেনালের স্বপ্নভঙ্গ May 08, 2025
img
একনেকে ৯ প্রকল্প অনুমোদন, ব্যয় ৩ হাজার ৭৫৬ কোটি টাকা May 08, 2025
img
দুই বাংলাদেশিকে ‘অবৈধ’ সহায়তা, শাস্তি দিল সৌদির নারীকে May 08, 2025
img
তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত: চার সরকারি সূত্রের বরাতে ভারতের স্বীকারোক্তি May 08, 2025
img
বলিউডের যেসব কারিগরদের জন্ম পাকিস্তানে! May 08, 2025
img
অপারেশন সিঁদুরে অংশ নিয়েছে প্রায় ৭৫ থেকে ৮০টি যুদ্ধবিমান May 08, 2025
img
চীনা অস্ত্রেই শেষ, সেরা দাবিকারী ভারতের যুদ্ধবিমান রাফাল May 08, 2025