আন্দোলনের মুখে চা শ্রমিকদের এক সপ্তাহের বেতন ও রেশন দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৭ মে) এই বকেয়া পরিশোধের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত।
তিনি বলেন, “সবকিছু ঠিক থাকলে আজই চা শ্রমিকদের এক সপ্তাহের বকেয়া পরিশোধ করা হবে এবং আগামীকাল শুক্রবার তারা কাজে ফিরবেন।”
স্থানীয় সূত্র বলছে, আপাতত চা শ্রমিকদের সাত দিনের বেতন পরিশোধে সিদ্ধান্ত হয়েছে। এই অর্থের একটি অংশ (১০ লাখ টাকা) দিচ্ছে টি কোম্পানিগুলো ও বাংলাদেশ টি বোর্ড, আর বাকিটা জোগাড় করছে জেলা প্রশাসন।
প্রসঙ্গত, ২০ সপ্তাহের বকেয়া বেতন ও রেশনসহ ১১ দফা দাবিতে আন্দোলনে নামেন চা শ্রমিকরা। গত ৪ মে তারা আম্বরখানা-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন। সমস্যার সমাধানে বুধবার সিলেটে আসেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন।