গাজীপুরের শ্রীপুরে রেললাইনে ফাটল দেখে আতঙ্কিত হয়ে লাল রঙের ওড়না উড়িয়ে ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেন থামিয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ট্রেন থামার পর খবর দেওয়া হয় রেল বিভাগের সংশ্লিষ্ট কর্মীদের। তারা সেখানে পৌঁছে সেটি সংস্কারের পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাতখামাইর ও কাওরাইদ রেল স্টেশনের মাঝামাঝি বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বলাকা কমিউটার ট্রেনটি।
স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে হাঁটতে গিয়ে ওই এলাকায় জিরাতিবাড়ি মোড়ে রেললাইনে ফাটল দেখতে পান এক ব্যক্তি। পরে বিষয়টি প্রতিবেশী আরো কয়েকজনকে ডেকে সেটি দেখান। এরই মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া ঝাঞ্জাইলগামী বলাকা কমিউটার ট্রেনটি কাছাকাছি চলে আসে।
ওই সময় ঘটনাটি দেখতে আসা স্থানীয় মজিবুরের স্ত্রীর লাল রঙের ওড়না দিয়ে সংকেত দেখিয়ে ট্রেন থামানো হয়।। দূর থেকে ওই সংকেত দেখে চালক ট্রেন থামিয়ে দেন। ওই সময় ট্রেনটিতে প্রায় ৪০০ যাত্রী ছিলেন।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার ছাইদুর রহমান বলেন, 'বিষয়টি জেনে তাৎক্ষণিক সেখানে পৌঁছে রেলওয়েকর্মীরা ফাটলের স্থানটি সংস্কার করার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।'