ঠাকুরগাঁও সীমান্তে ১০ ভারতীয় অনুপ্রবেশকারী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দশ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৮ মে) সকালে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসা বিওপি সীমান্তে ভারত থেকে আসার পথে তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল।

বিজিবি ও স্থানীয়দের বরাত দিয়ে হরিপুর থানা পুলিশের ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানায়, আজ সকালে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১০ জনকে আটক করেছে বিজিবি। সকলেই বাংলাদেশি নাগরিক। তারা নিতান্তই গরব মানুষ, কাজের জন্যই ভারত গিয়েছিল। বিজিবির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আটকরা হলেন, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বেলবাস গ্রামের প্রকিত চন্দ্র রায়ের ছেলে নয়ন চন্দ্র রায় (২৪), বিরল উপজেলার ফুলবাড়িহাট আটগজোরিয়া এলাকার মোজাম্মেল হকের ছেলে সালমান (৪০), বোচাগঞ্জ উপজেলার রামনগড় এলাকার মৃত সদেত্র চন্দ্র রায়ের ছেলে পরিবেশ চন্দ্র (২০), বিরল উপজেলার সারসংদিয়া এলাকার মৃত মহিল উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন (৫০), সেতাবগঞ্জ উপজেলার নাড়ইল এলাকার হাবিল উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২৬), বিরল উপজেলার মানিকপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে সোহেল (২৯), বোচাগঞ্জ উপজেলার তেতরা গ্রামের মেহেরাব আলীর ছেলে মুসলিম আলী (২৬), একই উপজেলার হাটমাদবপুর এলাকার মৃত নীল কমল সরকারের ছেলে স্বপন চন্দ্র সরকার (২০), সেতাবগঞ্জ উপজেলার ভাবির মোড় এলাকার আবেদ আলীর ছেলে আফজাল হোসেন ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিষেন চন্দ্রের ছেলে সমেস (২২)।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে জানান, ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করায় ১০ জনকে আটক করা হয় বলে আমি খবর পেয়েছি। তবে এটা আমার এরিয়ার মধ্যে পড়ে না। এটা বিজিবি ৪২ দিনাজপুর ক্যাম্পে পড়েছে। তবে এ ঘটনায় দিনাজপুর বিজিবির সঙ্গে যোগাযোগ করা হলে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরএম/এসএন


Share this news on:

সর্বশেষ

img
দায়িত্বে অবহেলার অভিযোগে এক পুলিশ প্রত্যাহার, সাময়িক বরখাস্ত ২ May 08, 2025
img
থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার, পরিপক্ব হলেই পাড়া যাবে আম May 08, 2025
img
বিএনপির নতুন সদস্য সংগ্রহ শুরু ১৫ মে, টার্গেট ১ কোটি May 08, 2025
img
দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩, আহত ৫ May 08, 2025
img
বলি-নায়কদের সঙ্গে প্রেম প্রসঙ্গে সাফ উত্তর সোনালি বেন্দ্রের May 08, 2025
img
সেনাপ্রধানের সঙ্গে সৌদি দূতাবাসের নবনিযুক্ত মিলিটারি অ্যাটাশের সৌজন্য সাক্ষাৎ May 08, 2025
img
অভিমান করে বাড়ি ছেড়েছেন শামীমের স্ত্রী May 08, 2025
img
ভারতে নিষিদ্ধ পাকিস্তানের ছবি ও সিরিজ May 08, 2025
img
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট মিলবে ২১-২৭ মে পর্যন্ত May 08, 2025
img
পাকিস্তানের পালটা হামলার আশঙ্কায় ব্ল্যাকআউটে ভারত May 08, 2025