পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবির বিষয়ে প্রশ্ন করলে সরাসরি কোনো উত্তর দেননি ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। দিল্লিতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মিশ্রি বলেন, এই বিষয়ে সরকারি তথ্য সঠিক সময়ে জানানো হবে।
এ ছাড়া পাকিস্তানি বাহিনী ৫০ জন ভারতীয় সেনা হত্যা করেছে বলে সেখানকার তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের দাবির বিষয়ে প্রশ্ন করা হয়নি মিশ্রিকে। সংবাদ সম্মেলনে তিনি নিজ থেকেও এই বিষয়ে কোনো কথা বলেননি।
কিছু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বুধবার পাকিস্তানে বিমান হামলায় ১০০ জন জঙ্গি নিহত হয়েছে। কিন্তু এই দাবির বিষয়ে কথা বলেননি তিনি। তিনি বলেন, এই বিমান হামলার পর মাত্র ৩৬ ঘণ্টা পার হয়েছে এবং আরো বিস্তারিত জানার জন্য গণমাধ্যমকে অপেক্ষা করতে বলেন।
পাকিস্তানের লাহোরে একটি বিমান প্রতিরক্ষাব্যবস্থা ভারত নিষ্ক্রিয় করেছে উল্লেখ করে এমন আরো কোনো লক্ষ্যবস্তু ভারতের তালিকায় রয়েছে কি না—জানতে চাইলে তিনি বলেন, অভিযানের বিস্তারিত জানাবেন না।
যদিও পাকিস্তান লাহোরে তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থায় আঘাত হানার কথা অস্বীকার করেছে।
অন্যদিকে ভারতশাসিত কাশ্মীরের পুঞ্চে শিখ সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে পাকিস্তান গোলা নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন বিক্রম মিশ্রি। পাকিস্তানের গোলাবর্ষণে জেলার একটি গুরুদুয়ারায় এই সম্প্রদায়ের তিনজন নিহত হয়েছে বলেও জানান তিনি।
পররাষ্ট্রসচিব আরো জানান, ভারতের সব বিমান হামলার লক্ষ্যবস্তু ছিল ‘সতর্কতার সঙ্গে নির্বাচন করা সন্ত্রাসী অবকাঠামো।
এসব নির্বাচিত স্থান ছিল ভারতের সীমান্তবর্তী সন্ত্রাসের ঘটনা ও সন্ত্রাসী অবকাঠামোর সঙ্গে সম্পর্কিত’।
তিনি অভিযোগ করেছেন, পাকিস্তান সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ধর্মীয় স্থানগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। যদিও এর আগে পাকিস্তান ২২ এপ্রিলের পর্যটকদের ওপর হামলার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা এবং তাদের মাটিতে সন্ত্রাসী অবকাঠামো থাকার কথা অস্বীকার করেছে।
একই সঙ্গে বিমান হামলায় নিলম-ঝিলম বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পাকিস্তান যে দাবি করেছে তা ‘নিরেট মিথ্যা কথা’ বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। ভারত কেবল ‘সন্ত্রাসী অবকাঠামো’তে হামলা করেছে বলে তিনি জানান।
এই সংবাদ সম্মেলনে আবারও পেহেলগাম হামলার জন্য পাকিস্তানভিত্তিক গোষ্ঠীকে দোষারোপ করেছে ভারত। মিশ্রি ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে এ হামলার জন্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে দায়ী করেছেন। তিনি বলেন, টিআরএফ পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বা জঙ্গি গোষ্ঠীর একটি ফ্রন্ট। জাতিসংঘ এটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে। অন্যদিকে ভারতের বিরুদ্ধে হামলা চালানোর জন্য কোনো গোষ্ঠীকে নিজেদের মাটি ব্যবহার করার অনুমতি দেওয়ার কথা অস্বীকার করেছে পাকিস্তান।
এসএন