সাভারে যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় দুইজন নিহতের ঘটনা ঘটেছে। নিহত দুইজন হলেন, মো. হোসেন ও সায়াত শেখ।
শুক্রবার (৯ মে) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, নিহত দুজন সড়ক বিভাজকের ওপর দিয়ে পার হয়ে সার্ভিস লেনে দাঁড়িয়ে চন্দ্রাগামী একটি বাস থামানোর সংকেত দেয়। বাসের চালক যাত্রীদের উঠানোর জন্য লেনে দাড়ালে, পেছনে থাকা একটি রডবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এসময় চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই যাত্রী।
বর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। জব্দ করা হয়েছে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক।
এফপি/টিএ