জমি নিয়ে বিরোধের জেরে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সৈয়দ নাবিল আলী (১০) নামে এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শিশু শিক্ষার্থী ওই গ্রামের সৈয়দ বদরুলের ছেলে ও স্থানীয় বাবুরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
আহত নাবিলের বাবার অভিযোগ, তার পাশের বাড়ির তুয়াব আলী, রহমত, রিয়াদদের সঙ্গে তাদের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে বুধবার দুপুরে নাবিলকে ডেকে নিয়ে তুয়াব আলী গংরা বেধরক মারধর করেন।
বদরুলের দাবি, জমি নিয়ে শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তার ছেলেকে হত্যা করে লাশ গুমকরার চেষ্টা করছিল। এ বিষয়ে নাবিলের চাচা সৈয়দ বয়তুল আলী, রাজনগর থানায় একটি অভিযোগ দেন।
এ বিষয়ে পশ্চিম ভাগ গ্রামের পাঞ্চায়েতের বিশিষ্ট মুরব্বি ও ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ- সভাপতি কুটি মিয়া বলেন, শিশু নাবিলের উপর হামলার ঘটনা সত্য। তার বাবা নাবিলকে আমার কাছে নিয়ে এসেছিল। এসময় আমিসহ আমার বাড়ির নারী পুরুষ সবাই তাকে আহত অবস্থায় দেখেছি।
হামলাকারী তুয়াব আলী হামলার ঘটনা স্বীকার করে বলেন, নাবিলের বাবা ঘটনাটি যত বড় করে দেখছে ঘটনা তত বড় নয়।
রাজনগর থানার ওসি মোহাম্মদ মোরশেদ হাসান বলেন, ঘটনাটি চড় থাপ্পরের বিষয়। তদন্ত চলমান। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরআর/টিএ