অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশের ২৪ ঘণ্টায় নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও আওয়ামী সমর্থক ৬ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে এসব নেতা-কর্মীদের আটক করা হয়।
আটককৃতরা হলেন রেলওয়ে শ্রমিক লীগের সদস্য আলতাফ হোসেন (৫৪), শ্রমিক লীগের প্রচার সম্পাদক মাহবুব আলম (৩৮), সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ফয়েজ আহমেদ (৪৮), আওয়ামী লীগ সমর্থক রশিদুল হক (৪৮), আওয়ামী লীগ সমর্থক সাজিদুর ইসলাম ওরফে সাজু মোল্লা (৩৩), আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার প্রচার সম্পাদক আমিনুল ইসলাম (৪৮) ও আওয়ামী লীগ সমর্থক জুলফিকার আলী (৪৬)।
এরমধ্যে ফয়েজ আহমেদকে শহরের পাঁচমাথা মোড় ও বাকিদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। এছাড়া ফয়েজ আহমেদ বিএনপি অফিস ভাংচুর মামলায় ও বাকিদের সন্দেহভাজন হিসাবে আটক করেছে পুলিশ।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের জেল হাজতে পাঠানোর প্রস্ততি চলছে।
এফপি/টিএ