আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। শুক্রবার (৯ মে) বিকালে পল্টন মোড় অবরোধ করে এ বিক্ষোভ করে দলটি।
এ সময় অবরোধে দলীয় নেতাকর্মীদের নিয়ে অংশ নেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর। সেখানে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য সরকারের উদ্দেশে বেশ কয়েকটি দাবি জানিয়ে বক্তব্য দেন।
তবে সমাবেশস্থল পল্টন এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে গেছে বলে অভিযোগ করেছেন নুরুল হক নুর।
শুক্রবার বিকাল ৫টার দিকে ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে তিনি লেখেন, ‘সিমসহ মোবাইলটি পল্টন এলাকায় মিছিল থেকে হারিয়ে গেছে। তাই কল বা মেসেজে কেউ বিভ্রান্ত হবেন না।’
এ সময় পোস্টে তিনি তার ব্যবহৃত মোবাইল নম্বরটি যুক্ত করে দেন।
এফপি/টিএ