দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উত্তরপূর্বাঞ্চলীয় শহর হংডের একটি সড়ক থেকে ২৯ বছর বয়সী এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৯ মে) দেশটির পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে মরদেহটি পাওয়া যায়।
এই বাংলাদেশি প্রবাসী হংডের একটি ক্লাবে নাচার সময় হঠাৎ করে পড়ে যান। পরবর্তীতে রাত ২টা ২০ মিনিটের দিকে একটি সড়কে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে মাপো পুলিশ স্টেশন।
পুলিশের কাছে কেউ একজন জানান, এক ব্যক্তি ক্লাবে নাচার সময় অজ্ঞান হয়ে পড়ে গেছেন। এরপর পুলিশ ও উদ্ধারকারীরা গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়। তবে এর আগেই তার হার্টঅ্যাটাক হয়েছিল।
এক প্রত্যক্ষদর্শী বলেছেন, “প্যারামেডিকের সদস্যরা আসার আগে পথচারীরা তার ওপর ১০ মিনিটের মতো সিপিআর প্রয়োগ করেন। হাসপাতালে নেওয়ার সময় তার মুখে অক্সিজেন মাস্ক ছিল।”
এই বাংলাদেশি দুই বছর আগে দক্ষিণ কোরিয়ায় যান। তিনি একটি কারখানায় কাজ করতেন। তিনি কাজের ভিসা নিয়ে দেশটিতে গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, তার দেহে মাদক অথবা অ্যালকোহলের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। এছাড়া তাকে হত্যা করা হয়েছে এমন কোনো আলামতও মেলেনি।
তবে এই প্রবাসীর পরিবারেরর অনুমতি নিয়ে মৃত্যুর প্রকৃত কারণ জানতে জাতীয় ফরেনসিক সার্ভিস তার মরদেহের ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর তার মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে সিউলে অবস্থিত বাংলাদেশি দূতাবাস।
এসএম/টিএ