ভারতের ছোড়া ছয় ব্যালিস্টিক মিসাইলই পড়ল নিজেদের রাজ্যে

পাকিস্তানের ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, শুক্রবার মধ্যরাতে ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ভারত, যেগুলো তাদের নিজ রাজ্য পাঞ্জাবে পড়েছে। তার দাবি, ভারত ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের ওপর মিসাইলগুলো ছুড়েছে।

মাধ্যরাতে তার এমন ‘অদ্ভুত’ অভিযোগের পর ভারত কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে গত মঙ্গলবার পাকিস্তানের আজাদ কাশ্মির ও অন্যান্য জায়গায় মিসাইল ছুড়েছিল ভারত। ওই হামলার পরপরই সবার আগে এটির খবর জানিয়েছিলেন পাক ডিজিএফআইয়ের মহাপরিচালক। পরবর্তীতে ভারতও মিসাইল ছোড়ার সত্যতা স্বীকার করে নেয়।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত পাঞ্জাবের ঝালান্দার বিভাগের অদমপুর থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোড়ে, যার মধ্যে একটি অদমপুরে আঘাত হানে। আর বাকি পাঁচটি তারা ফেলে পাঞ্জাবেরই অমৃতসরে। তার অভিযোগ, নিজ দেশের শিখ সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে মিসাইলগুলো ছুড়েছে ভারতীয় বাহিনী।

তিনি বলেন, ভারত তাদের পরিকল্পনার মাধ্যমে, পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চালাচ্ছে, আমাদের সব সহমর্মিতা শিখ এবং সংখ্যালঘুদের প্রতি রয়েছে, যারা ভারতের নিজস্ব অভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার হচ্ছে।

তিনি আরও বলেন, এটি অবাক করার মতো ঘটনা এবং সর্বোচ্চ পর্যায় থেকে উসকানিমূলক কাজ। যেখানে ভারত এখন নিজ জনগণের ওপর ব্যালিস্টিক মিসাইল ছোড়া শুরু করেছে, যেটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

এর আগে অমৃতসরে রাতের বেলা সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তখন সেখানকার বিভাগীয় কমিশনার সবাইকে শান্ত থেকে ব্ল্যাকআউট পালনের অনুরোধ জানিয়েছিলেন।

আরএম 


Share this news on:

সর্বশেষ

img
ঠাকুরগাঁওয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় ৭ জনের নামে পুলিশের মামলা May 10, 2025
img
জুলাই যোদ্ধাদের তালিকায় আ.লীগ নেত্রীর মেয়ে, প্রতিবাদ করায় মারধর May 10, 2025
img
বর্তমান সরকার সাংবাদিকতার স্বাধীনতায় বিশ্বাস করে: আইন উপদেষ্টা May 10, 2025
img
সৌদিতে পৌঁছালেন ৩৭১১৫ হজযাত্রী, প্রাণ গেল ৫ জনের May 10, 2025
img
ভালো সাজতে পাকিস্তানের বদনাম করছেন আদনান সামি, কড়া জবাব গায়কের May 10, 2025
img
আজ যেমন থাকবে রাজধানীর আবহাওয়া May 10, 2025
img
মেট গালায় সেরা হতে পারলেন না শাহরুখ, আলো কাড়লেন অন্যরা May 10, 2025
img
ভারতের বিদ্যুৎ বিভ্রাটের নেপথ্যে সাইবার হামলা, দাবি পাকিস্তানি গণমাধ্যমের May 10, 2025
img
আরও একটি প্রাচীন প্রত্নতত্ত্বের সন্ধান মিলল লালমাই পাহাড়ে May 10, 2025
img
কান উৎসবে এবাদুর রহমানের ‘বাঙালি বিলাস’ May 10, 2025