সাধারণ মাথাব্যথা, পিঠ, হাঁটু বা শরীরের যেকোনো জায়গায় ব্যথা হলে আমরা অনেকেই ব্যথানাশক বা পেইনকিলার খেয়ে থাকি। কিন্তু চিকিৎসকদের সতর্কতা অনুযায়ী, এই ওষুধ ভুল নিয়মে খাওয়া শরীরে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। অনেক সময় রোগীরা কেবল পেইনকিলার ভুলভাবে খেয়ে হাসপাতালে ভর্তি হন, এমনকি কেউ কেউ সরাসরি ইমার্জেন্সি বিভাগেও চলে আসেন।
প্রচলিতভাবে ব্যথা লাগলেই পানি দিয়ে পেইনকিলার খাওয়া যেন অনেকের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, নিয়মিত এবং অনিয়ন্ত্রিতভাবে ব্যথানাশক গ্রহণ কিডনি, লিভার এবং হজম প্রক্রিয়ার ওপর স্থায়ী ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
এই কারণে ব্যথানাশক ওষুধ কখন, কীভাবে এবং কতটুকু মাত্রায় গ্রহণ করা উচিত—তা না জেনে দীর্ঘদিন খাওয়া বিপজ্জনক হয়ে উঠতে পারে।
তাই ব্যথা কমাতে ওষুধ খাওয়ার আগে অবশ্যই একটু ভাবুন এবং সম্ভব হলে চিকিৎসকের পরামর্শ নিন। কারণ, যেই ওষুধ ব্যথা কমানোর কথা, তা যদি উল্টো নতুন ব্যথার জন্ম দেয়, তখন শারীরিক ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন হয়ে যায়।
এসএস/এসএন