পিরোজপুরে মাদক কারবারিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

পিরোজপুরে মারুফ নামে এক যুবকের বিরুদ্ধে মাদক কারবারিতে বাধা দেওয়ায় আব্দুল্লাহ আল নোমান গাজীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।

শনিবার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর পৌরভার ঝাটকাঠি সাহেবপাড়া এলাকার গাজী এন্টারপ্রাইজ নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে এ ঘটনা ঘটে। পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
‎আহত আব্দুল্লাহ আল নোমান পিরোজপুর সদর উপজেলার সাহেবপাড়া এলাকার মো. শাহজাহান গাজীর ছেলে ও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষর্থী। ‎অভিযুক্ত মারুফ পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।

আহত নোমান গাজীর ভাই এমরান গাজী বলেন, কয়েক মাস পূর্বে ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় মাদক কারবারির অভিযোগে নোমানসহ স্থানীয়রা মারুফ ওরফে কসাই মারুফকে বাধা দেয়। এ সময় মারুফ প্রকাশ্যে নোমান গাজীসহ স্থানীয় কয়েজেনকে দেখে নেওয়ার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে কয়েকেজন এসে গাজী এন্টারপ্রাইজের দোকানে হামলা চালায় এবং নোমানকে হাতে পেটে মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় নোমানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
‎পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক স্বাগত রায় বলেন, নোমানের হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং পেটেও আঘাত রয়েছে। তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‎এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/এস এন  

Share this news on:

সর্বশেষ

img
ট্রাম্পের এক হুঁশিয়ারিতে পুতিনের সাথে আলোচনায় বসতে রাজি জেলেনস্কি May 12, 2025
img
তাপপ্রবাহ কমছে সোমবার থেকে, ঘূর্ণিঝড়ের আশঙ্কা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর May 12, 2025
img
লিভারপুল-আর্সেনালের নাটকীয় ড্র, শিরোপা নিশ্চিত লিভারপুলের May 12, 2025
img
আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব : জেলেনস্কি May 12, 2025
img
সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল May 12, 2025
img
দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ May 12, 2025
img
দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ, জনসুরক্ষায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা May 12, 2025
এবার জাতীয় পার্টির জি.এম. কাদেরকে হুঁশিয়ারি হান্নান মাসুদের May 12, 2025
ধসে পড়লো বাজার, বিনিয়োগকারীদের মাথায় হাত May 12, 2025
কেন বাবার মৃত্যুর পর হাসতে হয়েছিল সামান্থাকে? May 12, 2025