সচিবালয় নতুন ভবনে শুরু হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যক্রম

সচিবালয়ের ৪৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনে কার্যক্রম শুরু করল মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার (১২ মে) থেকে কর্মকর্তারা সেখানে অফিস করছেন।

চলতি মাসে বা আগামী মাসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ভবনটি উদ্বোধন করবেন বলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে।

আজ কর্মকর্তা কর্মচারীরা অফিসের অনেক কক্ষে গোছগাছ করতে দেখা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের জন্য নির্মিত ২০ তলা ভবনটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য সাতটি ফ্লোর রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জন্য নির্ধারিত ৯টি ফ্লোর রয়েছে। এরমধ্যে প্রধান উপদেষ্টা/প্রধানমন্ত্রীর কার্যালয় তৃতীয় তলায় রাখা হয়েছে।

জানা যায়, ‘বাংলাদেশ সচিবালয়ে ২০ তলাবিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ’ প্রকল্পটি ২০১৮ সালের ৩০ অক্টোবর একনেক সভায় অনুমোদিত হয়। ৪৬১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় দুটি বেসমেন্টসহ ২০ তলা সুপার স্ট্রাকচার বিশিষ্ট অফিস ভবন নির্মাণকাজ ডিসেম্বরে শেষ হয়। দুটি বেসমেন্টে ৬৬টি গাড়ি পার্কিং, নিচতলা ও দোতলায় রিসেপশন লবি, লাউঞ্জ ও রক্ষণাবেক্ষণের জন্য অফিস, তিন ও চারতলায় প্রধানমন্ত্রীর দপ্তর (মন্ত্রিসভা বৈঠকের জন্য) থাকছে। মন্ত্রিপরিষদ বিভাগের জন্য মোট ৯টি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য ৭টি ফ্লোর রাখা হয়েছে। ১২ তলা থেকে বিশ তলা পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভবনের মোট আয়তন ৩ লাখ ৭৮ হাজার ৩১৯ বর্গফুট। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগ ৯টি ফ্লোরে ১ লাখ ৭২ হাজার ৭০৪ বর্গফুট, আর জনপ্রশাসন মন্ত্রণালয় ৭টি ফ্লোরে ১ লাখ ২ হাজার ৫৭৪ বর্গফুট জায়গা পাচ্ছে। এছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগের রয়েছে একাধিক সভাকক্ষ।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী (ইডেন) আব্দুস সাত্তার বলেন, আমাদের কাজ শেষ, কিছু ছোট ছোট কাজ বাকি আছে। আজ থেকে মন্ত্রিপরিষদ বিভাগ অফিস করেছে, কয়েকদিন পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অফিস করবেন।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সীমান্ত দিয়ে গবাদিপশু ঢুকলে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা May 12, 2025
img
মালদ্বীপকে দেওয়া ঋণ সহায়তার মেয়াদ বাড়াল ভারত May 12, 2025
img
যুদ্ধবিরতির পর, পাক-ভারত সেনাবাহিনীর হটলাইনে আলোচনা May 12, 2025
img
ভুটানের লিগে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা, দল জিতেছে ৮-০ গোলে May 12, 2025
img
সুপরিকল্পিতভাবে পুশইন করছে বিএসএফ : বিজিবি মহাপরিচালক May 12, 2025
স্বামীর ধর্ম নিয়ে কটাক্ষ, মোক্ষম জবাব দিলেন দেবলীনা May 12, 2025
img
দেশজুড়ে শিলাবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের May 12, 2025
বাংলাদেশীদের প্রশাসনের মাধ্যমে নিজ এলাকায় প্রত্যাবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে May 12, 2025
ভোগান্তি ছাড়াই ১৬ টি জেলার মানুষ চলবে যে সড়কে May 12, 2025
img
আবশেষে আনচেলত্তিই ব্রাজিলের কোচ May 12, 2025