১৩ মে ২০২৫, আজকের রাশিফল

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): নতুন কোনো বিষয় আলোকপাত করতে পারে। আপনার উদ্ভাবনী শক্তি আপনাকে সামনের দিকে নিয়ে যেতে পারে। কোনো শুভ কাজে অংশগ্রহণের সম্ভাবনা। দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্যগুলোতে ফোকাস করুন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে): যৌথ ও সম্মিলিত প্রচেষ্টায় কোনো সাফল্যে আশাবাদী হতে পারেন। প্রণয়ক্ষেত্রে কিছুটা আনন্দ পাবেন। পারিবারিক দায়দায়িত্ব বাড়তে পারে। আর্থিক দিক সাময়িকভাবে চ্যালেঞ্জিং হলেও দীর্ঘস্থায়ী হবে।

মিথুন (২১ মে-২০ জুন): প্রতিকূল অবস্থার মধ্যেও ভালো কিছু হতে পারে। পরিশ্রম করলে সুফল পাবেন। যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে ধাপে ধাপে সাফল্যের পথে অগ্রসর হতে পারবেন। অলসতায় সময় নষ্ট করবেন না।

কর্কট (২১ জুন-২০ জুলাই): প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। পেশাগত ক্ষেত্রে অন্যের সাহায্য নিতে হতে পারে। মানসিক প্রফুল্লতা থাকবে। বন্ধু ও সঙ্গীর কাছ থেকে সহযোগিতা পাবেন। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন। রোমাঞ্চ শুভ।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট): পরিবারের উন্নতির জন্য আপনার প্রচেষ্টা সফল হবে। ইতিবাচক কোনো পরিবর্তনের সুযোগ পেতে পারেন। কাজে বাধা এলেও দীর্ঘস্থায়ী হবে না। নিজের বুদ্ধি ও পরিশ্রম দ্বারা সাফলতাকে ধরে রাখুন। সুস্থ থাকুন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): কোনো যোগাযোগ আর্থিক উন্নতির সহায়ক হবে। মানসিক চাপ কিছুটা কমবে। প্রত্যাশা পূরণে অন্যের সহযোগিতা পাবেন। কোনো আত্মীয় চিন্তার কারণ হতে পারে। মনের স্থিরতা বজায় রাখুন, মানসিকভাবে ঠিক থাকুন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): কোনো সংবাদে আনন্দিত হবেন। অর্থাগমের নতুন সুযোগ আসতে পারে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা এগিয়ে যাবে। আগের কাজ শেষ না করে নতুন কিছু না করাই ভালো। দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দিন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): আজ যেকোনো কাজে কার্যকর যোগাযোগ আপনার সাফল্যের চাবিকাঠি হবে। যেকোনো সুযোগের দিকে গভীর মনোযোগ দিন। সমস্যা সমাধানে নিজ বুদ্ধিমত্তাকে কাজে লাগান। সময় অনুকূলে আছে। নিজের ওপর আস্থা রাখুন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অগ্রগতি হবে। বাড়তি খরচের জন্য চিন্তা থাকালেও দিন ভালো কাটবে। কোনো আত্মীয় বা বন্ধুর সান্নিধ্যে প্রফুল্ল থাকতে পারেন। ভুল সিদ্ধান্ত আপনার সময় নষ্ট করতে পারে। সতর্ক থাকবেন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): সম্ভাবনাময় কিছু কাজ নিয়ে ভাবতে পারেন। বন্ধু ও প্রিয়জনের অনুপ্রেরণায় কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা। আপনার সিদ্ধান্ত অন্যের কাছে গ্রহণযোগ্য হবে। ভালো সময়কে কাজে লাগিয়ে লাভবান হতে পারবেন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): আপনার কোনো প্রচেষ্ট সফল হবে। মানসিক শক্তি বাড়বে। ইতিবাচক সংবাদে উৎফুল্ল হবেন। ভবিষ্যতের জন্য সাহসী কোনো পদক্ষেপ নিয়ে সুবিধা পেতে পারেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আজ আপনার অন্তদৃষ্টি আপনার গাইড হতে পারে। কোনো শুভ কাজে অংশগ্রহণের সম্ভাবনা। আবেগপ্রবণ হয়ে কেনাকাটা এড়িয়ে চলুন এবং দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্যগুলোতে ফোকাস করুন।

এসএম/এসএন

Share this news on: