চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পুরাতন অডিটোরিয়াম, যার সরকারি নাম মোজাম্মেল হক মিলনায়তন, প্রায় ৪৫ বছর পর নতুন রূপে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে মিলনায়তনটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার। এ সময় উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
জানা যায়, ১৯৮০-এর দশকে অবকাঠামোগত সমস্যার কারণে মিলনায়তনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে এবং দীর্ঘদিন ধরে তা বন্ধ ছিল। প্রায় ৫০০ আসনের এ মিলনায়তন আংশিক সংস্কার করে এখন শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার বলেন, অনেক দিন এই অডিটোরিয়ামকে অনেকে ‘ভূতের বাড়ি’ বলে কুসংস্কারে ভুগেছেন। আজ সেটিই শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হলো।
সমাবর্তনের পর পূর্ণাঙ্গ সংস্কার শেষে এটি চারুকলা ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারোপযোগী করে তোলা হবে।
ভাষাসৈনিক মোজাম্মেল হকের নামে নামকরণ করা এ মিলনায়তন একসময় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র ছিল। দীর্ঘদিন পর এটি খোলার খবরে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও কৌতূহল লক্ষ্য করা গেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা, সংস্কারকৃত এই মিলনায়তন ভবিষ্যতে চবির সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসএস/টিএ