বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনাকে ঘিরে গঠিত তিন সদস্যের উপদেষ্টা তদন্ত কমিটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল পৌনে ১০টার দিকে কমিটির সভাপতি ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের নেতৃত্বে তদন্ত দলটি বিমানবন্দরে পৌঁছায়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সেখানে অবস্থান করে বিকাল ৩টার দিকে তারা স্থান ত্যাগ করেন।

বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কমিটির সদস্যদের মধ্যে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তাদের সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, এনএসআই পরিচালক, ইমিগ্রেশনের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি, বিমানবন্দরের নির্বাহী পরিচালক, এভসেক পরিচালক, ডিজিএফআই, এনএসআই ও এসবির প্রতিনিধিরা।

তদন্ত কমিটি ইমিগ্রেশনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন এবং ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। ফুটেজে দেখা যায়, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ভিআইপি গেট দিয়ে প্রবেশ করে লাউঞ্জে দীর্ঘ সময় অবস্থান করেছিলেন। ওই সময়ে যারা লাউঞ্জে উপস্থিত ছিলেন, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়।

পরিদর্শন শেষে উপদেষ্টা কমিটি বিমানবন্দরের কনফারেন্স রুম-১-এ এক রুদ্ধদার বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ ব্যক্তিরা।

উল্লেখ্য, গত ৭ মে রাতের দিকে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন, যা নিয়ে দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে। এ ঘটনায় চারজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যাদের মধ্যে রয়েছেন এক অতিরিক্ত পুলিশ সুপার এবং কিশোরগঞ্জের পুলিশ সুপার।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পররাষ্ট্র সচিব পরিবর্তনের সিদ্ধান্ত সরকারের May 14, 2025
img
পলিথিনের বিকল্প পাট ও কাপড়ের ব্যাগ সুলভ মূল্যে ক্রেতাদের দেওয়ার চেষ্টা করব : রিজওয়ানা হাসান May 14, 2025
মমতাজের রিমান্ড শুনানিতে আদালতে হট্টগোল May 13, 2025
আওয়ামী লীগের সঙ্গে নেতা–কর্মীরাও নিষেধাজ্ঞার আওতায় | টাইমস ফ্ল্যাশ | ১৩ মে, ২০২৫ May 13, 2025
বিড়ালের প্রতি নৃশংসতা ভিডিও ভাইরাল,নেটিজেনদের নিন্দার ঝড় May 13, 2025
img
আইভীকে গ্রেফতারে বাধা, ২৫২ জনের বিরুদ্ধে মামলা May 13, 2025
img
সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের ঘোষণা May 13, 2025
img
সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুল ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা May 13, 2025
img
ভারতে জমকালো আয়োজনে উদ্বোধন হলো মিস ওয়ার্ল্ড ২০২৫ May 13, 2025
সাকিবের বিকল্প এখনো তৈরি হয় নাই; ইরফান সাজ্জাদ May 13, 2025