তিতুমীর কলেজে আইটি সোসাইটির নেতৃত্বে মাইদুল-আকাশ

সময়ের সঙ্গে সঙ্গে তথ্যপ্রযুক্তির অগ্রগতিতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের এগিয়ে নিতে ‘মেক ইওর আইটি ক্যারিয়ার’ এই লক্ষ্যে গড়ে ওঠা সংগঠন তিতুমীর কলেজ আইটি সোসাইটির (টিসিআইটিইএস) তৃতীয় কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী মো. মাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী সোহরাব হাসান আকাশ।

সোমবার (১২ মে) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর এবং দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আলফাজ উদ্দীন। সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার শাকিল ও সাবেক সহ-সভাপতি রোকোনুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও বিদায়ী কমিটির সভাপতি আরিফ হোসাইন রাজন।

কার্যনির্বাহী এ কমিটিতে চেয়ারম্যান হিসেবে রয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আরিফ হোসাইন রাজন। নতুন কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি রাজিয়া আক্তার (আফি), জয়েন্ট সেক্রেটারি রাকিব উদ্দিন, হিউম্যান রিসোর্স সেক্রেটারি খাদিজা আক্তার মুন। 

অর্গানাইজিং সেক্রেটারি মাইনুল ইসলাম, ডেপুটি হিসেবে মো. ইসহাক ও স্বর্ণা গাজী। অফিস মেইনটেইনেন্স সেক্রেটারি তুষার চক্রবর্ত্তী, ডেপুটি অফিস রাকিবুল ইসলাম তায়েফ ও আফতাব আহমেদ। ফাইন্যান্স সেক্রেটারি আয়শি বিনতে মামুন, ডেপুটি সুমাইয়া ইমান। প্রেস অ্যান্ড পাবলিক রিলেশন সেক্রেটারি রিয়াজ উল্লাহ, ডেপুটি খাদিজা আক্তার। ব্র‍্যান্ডিং অ্যান্ড প্রমোশন সেক্রেটারি (মাল্টিমিডিয়া) মোহাম্মদ সাকিব ও ডেপুটি মোহাম্মদ শাওন আহমেদ এবং ব্র‍্যান্ডিং অ্যান্ড প্রমোশন সেক্রেটারি (ক্রিয়েটিভ এডিটর) রিউম আহমেদ ও ডেপুটি সাদিয়া রহমান সাজিন। রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি খাইরুল ইসলাম। ডেপুটি রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি আমজাদ হোসেন। এবং কো-অর্ডিনেটর নাদিয়া খান ও সুমাইয়া আফরোজ হৃদিতা। ডেপুটি কর্পোরেট এফেয়ার্স মিথিলা ফারজানা রিমি ও সুমাইয়া আক্তার সিমি। 

সভাপতি মো. মাইদুল ইসলাম বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আইটিতে দক্ষ করতে করোনাকালে আমরা অনলাইনে ক্লাবের কার্যক্রম শুরু করি। শুরু থেকে আইটি সোসাইটির সঙ্গে আছি, এর আগে ক্লাবে বিভিন্ন দায়িত্বে ছিলাম এখন নতুন দায়িত্ব পেয়েছি। ক্লাবের কার্যক্রমকে এগিয়ে নিতে আমি সবসময় চেষ্টা করবো। দায়িত্ব পাওয়া সবার জন্য শুভকামনা। সবার সহযোগিতায় তিতুমীর কলেজ আইটি সোসাইটি শিক্ষার্থীদের জন্য ভালো কিছু নিয়ে আসবে ইনশাআল্লাহ।

সাধারণ সম্পাদক সোহরাব হাসান আকাশ বলেন, আইটি সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গর্বিত এবং এই মহান দায়িত্বে আমাকে নিয়োজিত করায় আইটি সোসাইটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই পদ আমার কাছে কেবল একটি দায়িত্ব নয়, বরং স্বপ্ন বুননের ও বাস্তবায়নের এক দুর্লভ সুযোগ। তরুণ প্রযুক্তিপ্রেমীদের সঙ্গে নিয়ে আমরা গড়ব এক উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক ও গতিশীল সমাজ। আইটি সোসাইটির প্রতি দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকব—স্বচ্ছতা, সততা ও সেবার মননে অদম্য সাহসে এগিয়ে যাব সামনের পথে।

সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান অধ্যাপক ড. আলফাজ উদ্দীন ও মডারেটর উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ আবদুল্লাহ ওমর নাসিফ।

Share this news on:

সর্বশেষ

img
বনানীর জাকারিয়া হোটেল হামলা: অভিযুক্তরা শনাক্ত, গ্রেফতারে চলছে পুলিশের অভিযান Jul 04, 2025
img
পিআর চায় অযোগ্যরা, ব্যালট চায় জনগণ : আমিনুল হক Jul 04, 2025
img
ভালুকের আক্রমণে প্রাণ গেল মোটরসাইকেল চালকের Jul 04, 2025
img
বিয়ের আগের দিন ক্যাম্পাসে এসে আটক জবি ছাত্রলীগ নেতা Jul 04, 2025
img
রাজনীতিতে যোগ দিয়ে ‘সাকিব ও মাশরাফির মতো আমারও ভুল হয়েছে’ Jul 04, 2025
img
দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজগুলো বাদ দেওয়ার আহ্বান ক্লাসেনের Jul 03, 2025
img
এইচএসসি পরীক্ষায় নকল করায় একই কলেজের ১০ শিক্ষার্থীকে বহিষ্কার Jul 03, 2025
img
সীমান্তে হত্যাকাণ্ড পঞ্চাশ বছরেও কোনো সরকার বন্ধ করতে পারে নাই : নাহিদ ইসলাম Jul 03, 2025
img
পনেরো বছর পর গানে ফিরলেন শঙ্কর চক্রবর্তী Jul 03, 2025
img
‘বর্ডার ২’ করলেও ভবিষ্যৎ অনিশ্চিত দিলজিতের Jul 03, 2025
স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পরও বৈবাহিক সম্পর্ক;শ্রীঘরে মানবাধিকার কর্মী Jul 03, 2025
বিচার বিভাগের সংস্কার নিয়ে যে জটিলতার কথা জানালেন তারেক Jul 03, 2025
ছোট উদ্যোক্তাদের বিপদে ফেলতে পারে বিটিআরসি নীতি, অভিযোগ বিএনপির Jul 03, 2025
যেকারনে হোয়াইট হাউস থেকে বেড়িয়ে যেতে হয় জাকারবার্গকে Jul 03, 2025
মাত্র ৮ মাসেই বদল পররাষ্ট্র সচিব, নীতিহীনতায় অচল মন্ত্রণালয়! Jul 03, 2025
চাঁ'দা না পেয়ে রাজবাড়ী বালু ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম Jul 03, 2025
সুভাষ ঘাইয়ের নতুন সিনেমায় ‘হিরোইন’ চরিত্রে অভিনেতা রীতেশ Jul 03, 2025
img
নতুন চমকের আভাস দিলেন রণবীর সিং Jul 03, 2025
বাংলা নাটকে দর্শকপ্রিয়তার শীর্ষে যে ছয়জন অভিনেত্রী I Jul 03, 2025
ইনজুরি থেকে ফিরে তাসকিনের রাজকীয় প্রত্যাবর্তন Jul 03, 2025