টঙ্গী ফ্লাইওভারে চাপাতি হাতে দিনদুপুরে ছিনতাই

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় বিআরটি ফ্লাইওভারে দিনদুপুরে ঘটে যাওয়া এক ছিনতাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, চাপাতি হাতে তিনজনের একটি ছিনতাইকারী দল একজন পথচারীকে আক্রমণ করে সব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। ব্যস্ততম ওই রাস্তায় দিনের বেলায় ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অনুসন্ধানে জানা যায়, টঙ্গী ফ্লাইওভার দীর্ঘদিন ধরেই ছিনতাইকারীদের জন্য এক অভয়ারণ্যে পরিণত হয়েছে।বিশেষ করে নির্জন সময় বা যাত্রী কম থাকার সময়টাতে চক্রটি সক্রিয় হয়ে ওঠে। লোকাল ও আন্ত জেলা বাসস্টেশন হিসেবে ব্যবহৃত ফ্লাইওভারের বিভিন্ন পয়েন্টে প্রতিদিন হাজার হাজার যাত্রী ওঠানামা করলেও নিরাপত্তার তেমন কোনো দৃশ্যমান ব্যবস্থা নেই। ফলে সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছে।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে ছিনতাইকারীদের হাতে চাপাতি দেখা যাওয়ায় বিষয়টি নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।এমন ঘটনায় হতাহত হওয়ার ঝুঁকিও বেশি। স্থানীয়রা জানায়, এর আগেও অনেকবার ফ্লাইওভারের আশপাশে ছিনতাইয়ের শিকার হয়েছে পথচারীরা। তাদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে চক্রটি দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।
 
স্থানীয়দের অভিযোগ, টঙ্গীর বাসিন্দারা বারবার এই সমস্যার কথা বললেও সমাধান দেখা যায়নি।ফ্লাইওভারের প্রতিটি বাস কাউন্টারে নিরাপত্তা ক্যামেরা স্থাপন, নিয়মিত পুলিশের টহল, সন্দেহভাজনদের তল্লাশি এবং ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণে বিশেষ ব্যবস্থা চালুর দাবি উঠেছে। এ ছাড়া রাত কিংবা নিরিবিলি সময়ে যাত্রীদের সুরক্ষায় আলোকায়ন ও সিসিটিভি পর্যবেক্ষণ আরো আধুনিক ও সক্রিয় করা প্রয়োজন।

এ প্রসঙ্গে গাজীপুর মেট্রোপলিটন দক্ষিণ পুলিশের বিভাগের উপকমিশনার এন এম নাসির উদ্দিন জানান, ভাইরাল ভিডিওর বিষয়ে পুলিশ সজাগ রয়েছে। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে ছিনতাইকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে এবং নিয়মিত পুলিশি টহল জোরদার করতে।

এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী May 15, 2025
img
জাতিসংঘের পুলিশ ইউনিটে ১৫ শতাংশ নারী পাঠাবে বাংলাদেশ May 15, 2025
img
'বোতল ছুঁড়ে মারার পরপরই কেন ব্যবস্থা নেওয়া হয়নি?' : প্রশ্ন উমামা ফাতেমার May 15, 2025
img
তারা আমার উপর হামলা করেনি: উপদেষ্টা মাহফুজ আলম May 15, 2025
img
পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল মিশা সওদাগরের, অবশেষে অস্ত্রোপচার সম্পন্ন May 15, 2025
কী উপলক্ষে আ.লীগ কার্যালয়ে বিরিয়ানি খাচ্ছেন, তা নিজেরাও জানেন না! May 15, 2025
নার্সিং শিক্ষার্থীদের আওয়ামী লীগ ট্যাগ দেওয়ার চেষ্টা May 15, 2025
img
মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপে হতাশা প্রকাশ উপদেষ্টা আসিফের May 15, 2025
img
দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না জবি শিক্ষার্থীরা May 15, 2025
img
ধারণার চেয়ে অনেক দ্রুত ‘মরে যাচ্ছে’ মহাবিশ্ব? May 15, 2025