নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে জালাল উদ্দিন মুন্সি (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) বিকেল ৫টার দিকে নীলফামারী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
শাহ জালাল জেলা সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের গুড়গুড়ি গ্রামের কাওসার আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ‘রুপসা এক্সপ্রেস’ ট্রেনটি নীলফামারী রেলওয়ে স্টেশনে আসা মাত্র ইঞ্জিনের সামনে ঝাঁপিয়ে পড়েন জালাল। এ সময় ট্রেনে কাটা পড়ে ক্ষতবিক্ষত হয়ে যায় তার শরীর।
সৈয়দপুর রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে নিহত হয়েছেন ওই যুবক। প্রাথমিকভাবে জানা গেছে, তিন বছর আগে বিয়ে করেছেন তিনি। তবে এখন পর্যন্ত কোনো সন্তান না হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এ কারণে হয়তো এই কাজ করতে পারেন তিনি। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।
এফপি/টিএ