গহনা দেখতে এসে ১০০ ভরি স্বর্ণ চুরি

রংপুর নগরীর বেতপট্টি এলাকায় দিবালোকে লক্ষ্মী জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকান থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে সংঘটিত এ ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষতির দাবি করেছেন দোকান মালিক।

জানা গেছে, একদল নারী প্রতারক দুটি দলে বিভক্ত হয়ে দোকানে প্রবেশ করে। গহনা দেখার নাম করে তারা দোকানকর্মীদের ব্যস্ত রাখে এবং বারবার গহনা পরিষ্কারের কথা বলে এক কর্মচারীকে বাইরে পাঠায়। সুযোগ বুঝে ক্যাশ কাউন্টারের পাশে থাকা স্বর্ণের স্টক বক্সটি নিয়ে পালিয়ে যায় চক্রটি।

দোকান মালিক অনিন্দ বসাক বলেন, “দুপুরে দোকানে তিনজন কর্মচারী থাকলেও কেউ কিছু বুঝতে পারেনি। বিকেলে এসে আমি বিষয়টি টের পাই এবং সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হই যে প্রতারক চক্র সোনার স্টক নিয়ে গেছে।”

তিনি আরও জানান, চুরি হওয়া স্বর্ণের ওজন ১০০ ভরির বেশি, যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। এ বিষয়ে তিনি প্রশাসনের সহায়তা কামনা করেছেন।

রংপুর জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক সোহেল বলেন, “সোনার দাম বাড়ার সঙ্গে সঙ্গে চোরচক্রও সক্রিয় হয়ে উঠেছে। নগরীর প্রতিটি দোকানে উন্নত সিসিটিভি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, “ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছি। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চক্রটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

এদিকে, এই ঘটনায় নগরীর স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।


এসএস

Share this news on: