মেহেরপুর সীমান্তে ৪ স্বর্ণের বারসহ ২ জন আটক

মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত থেকে চারটি স্বর্ণবারসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলেন—বুড়িপোতা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে ৪৪ বছর বয়সী কালাম এবং একই গ্রামের মৃত ঝড়ু মণ্ডলের ৭১ বছর বয়সী ছেলে আরজ আলী।

বুধবার (১৪ মে) সন্ধ্যায় ৬ বিজিবি ব্যাটালিয়ন (চুয়াডাঙ্গা) পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা আন্তর্জাতিক সীমানা পিলার ১১৭ থেকে প্রায় এক কিলোমিটার দূরে বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ অভিযান চালান বিজিবি বুড়িপোতা বিওপি সদস্যরা। এ সময় বাইসাইকেলে দুই ব্যক্তি সীমান্তের দিকে যাচ্ছিলেন।

বিজিবি তাদের থামার নির্দেশ দিলে ওই ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে বিজিবি সদ্যরা ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হন। পরে তাদের দেহ তল্লাশি করে যুবক কামালের কোমরে লাল স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় ৪টি স্বর্ণের বার জব্দ করা হয়; যার ওজন ৭০৪ গ্রাম।

এ ঘটনায় বিজিবির বুড়িপোতা বিওপির নায়েক মাসুদ হাওলাদার বাদী হয়ে আটক দুজনের নামে সদর থানায় একটি মামলা দায়ের করেন। তাদের মেহেরপুর আদালতে সোপর্দের লক্ষ্যে থানায় পাঠানো হয়েছে। জব্দ করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় বিজিবি। 

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ