ভারতে দীর্ঘ কারাবাস শেষে ফিরলেন ১১ বাংলাদেশি

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক হয়ে ৮ থেকে ৯ মাস কারাভোগ করা ১১ বাংলাদেশি অবশেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৫ মে) ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।

ফিরে আসা বাংলাদেশিদের মধ্যে রয়েছেন কুমিল্লার ফারজানা আহমেদ নিপা, ফেনীর মো. ইব্রাহিম, বাগেরহাটের হেলাল জমাদ্দার, রাজশাহীর মো. আকরামুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের কবীর শেখ, রাহুল শেখ, মো. আশরাফুল হক, সুমন রানা, বদরুল ইসলাম, মো. আব্দুল মান্নান ও মো. রুহুল আমিন।

হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রথম সচিব আলমাস হোসেন, কনসুলার এসিস্ট্যান্ট ওমর শরীফ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জি এম রাশেদুল ইসলাম, ইমিগ্রেশন অফিসার ইনচার্জ আব্দুস সাত্তার, আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন, আইসিপি ক্যাম্প কমান্ডার মো. মুখলেছুর রহমান এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র অফিসার মো. শিহাবুল হোসেন।

ফিরে আসা ফারজানা আক্তার নিপা জানান, ভারতে কিছু বন্ধু ছিল, তাদের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের হাতে আটক হই। প্রায় ৮ মাস পর দেশে ফিরতে পেরে খুব ভালো লাগছে। কেউ যেন এভাবে অবৈধভাবে না যায়।

রাজশাহীর বাসিন্দা অনিকের বাবা বলেন, আমার ছেলে রাগ করে বাড়ি ছেড়ে বের হয়ে যায়। পরে জানতে পারি সে ভারতে আটক হয়েছে। আজ ছেলেকে ফিরে পেয়ে খুবই আনন্দিত।

হেলাল জমাদ্দারের ভাই বেলাল জমাদ্দার বলেন, ভাই কাজের খোঁজে বাড়ি থেকে বের হয়েছিল। পরে জানতে পারি ভারতে আটক হয়েছে। আজ সরকারি উদ্যোগে দেশে ফিরেছে, এজন্য কৃতজ্ঞ।

ব্র্যাকের সিনিয়র কর্মকর্তা শিহাবুল হাসান বলেন, ফিরে আসা নাগরিকদের ব্র্যাকের পক্ষ থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী দেয়া হয়েছে।

ত্রিপুরাস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনের সহকারি কমিশনার কনসুলার এসিস্ট্যান্ট ওমর শরীফ জানান, ৭/৮ মাস আগে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় তারা। আদালতের মাধ্যমে কারাভোগ শেষে তাদেরকে ত্রিপুরায় অস্থায়ী ডিটেনশন সেন্টারে রাখায় হয়। জানতে পেরে বাংলাদেশ সরকারকে তাদের নাম ঠিকানা পাঠাই। নাগরিকত্ব যাচাই শেষে ১১ জন বাংলাদেশি নাগরিগকে আমরা প্রত্যাবসনের ব্যবস্থা করি।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিমান বাহিনী প্রধানের সফল ইতালি সফর শেষে প্রত্যাবর্তন May 16, 2025
img
পেটের ভেতরে ইয়াবা, শাহজালালে যাত্রী আটক May 16, 2025
img
দুই দিন অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা বিচার বিভাগীয় কর্মচারীদের May 16, 2025
img
কোহলির অবসর ও অধিনায়কত্ব নিয়ে চাঞ্চল্যকর তথ্য কোচের May 16, 2025
img
৮ম জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ঢাকায় ব্র্যাকের পদযাত্রা May 16, 2025
img
শুল্ক প্রত্যাহার নিয়ে ট্রাম্প-ভারতের পাল্টাপাল্টি বক্তব্য May 16, 2025
img
হজযাত্রীর ছদ্মবেশে দেশ ছাড়তে গিয়ে গ্রেফতার আওয়ামী লীগ নেতা May 16, 2025
img
পঞ্চগড়ে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের দুলর্ভ মূর্তি উদ্ধার May 16, 2025
তানভীর-এনসিটিবি যোগসাজশে কাগজ কেলেঙ্কারি, কোটি টাকার কমিশন বাণিজ্য May 16, 2025
img
টানা তৃতীয়বার সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ রোনালদো May 16, 2025