বনানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

রাজধানীর বনানী এলাকায় গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মে) রাতে এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা জানিয়েছেন, রাত আনুমানিক দুইটার দিকে বনানী-২৩ নম্বর রোডের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ওই নারী। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে ভোর ৪টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

তিনি বলেন, নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে দেখে মনে হয়, ভবঘুরে প্রকৃতির। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যালের মর্গে রাখা হয়েছে। 

আরএ/টিএ

Share this news on: