মালদ্বীপের অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে প্রবাসী বাংলাদেশিরা ‘গুরুত্বপূর্ণ অংশীদার’ বলে উল্লেখ করেছেন দেশটির অর্থ ও পরিকল্পনামন্ত্রী মুসা জামির। বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার রাজধানী মালের একটি রিজোটে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দুই দেশের মৈত্রী ও পারস্পরিক সহযোগিতার কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মো. সোহেল পারভেজ।
দুই দেশের শান্তি ও সংস্কৃতির বন্ধন ‘অভিন্ন’ উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পর দক্ষিণ এশিয়ার একটি গতিশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে। দারিদ্র, বিশ্ব শান্তিরক্ষা, শিক্ষা, নারী ক্ষমতায়ন, ডিজিটাল উদ্ভাবন, অবকাঠামো উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।”
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও মালদ্বীপের জাতীয় সংগীত পরিবেশন করার পাশাপাশি দিবসটি উপলক্ষ্যে কেক কাটাসহ বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। স্মরণ করা হয় মুক্তিযুদ্ধে শহীদদের।
অনুষ্ঠানে আরো অংশ নেন মালদ্বীপ সরকারের কর্মকর্তা, দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশনের প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা।
টিএ/