৮ম জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ঢাকায় ব্র্যাকের পদযাত্রা

৮ম জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহ (UN Global Road Safety Week) উপলক্ষে এক সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করে ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি। পদযাত্রার মূল উদ্দেশ্য ছিলো হাটা ও সাইকেল চালানোর নিরাপত্তা বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি করা।

আজ শুক্রবার (১৬ই মে) সকালে ঢাকার হাতিরঝিল এলাকায় এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।

পদযাত্রাটি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর চেয়ারম্যান জনাব মোঃ ইয়াসিন এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। তাঁর সঙ্গে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মো. সরওয়ার, বিপিএম। ব্র্যাকের পক্ষ থেকে ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক জনাব আহমেদ নাজমুল হুসেইন পদযাত্রায় নেতৃত্ব প্রদান করেন। এছাড়াও বিআরটিএ, ব্র্যাক এবং অন্যান্য অংশীজন প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই পদযাত্রায় অংশগ্রহণ করেন।

জাতিসংঘ ঘোষিত এই সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৫ সালের ১২ মে থেকে ১৮ মে পর্যন্ত পালিত হচ্ছে। ২০১০ সাল থেকে প্রতি দুই বছর অন্তর জাতিসংঘ এই সপ্তাহ পালন করে আসছে। এ বছর 'জীবনের জন্য সড়ক: হাঁটা ও সাইকেল চালানো নিরাপদ করা' প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও নানা সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি ২০০১ সাল থেকে বাংলাদেশে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করে যাচ্ছে। পথচারী, সাইকেল আরোহী, শিশু ও প্রতিবন্ধীদের সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে ব্র্যাক নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে স্কুলভিত্তিক সড়ক নিরাপত্তা শিক্ষা, চালকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, মহাসড়কে দুর্ঘটনাপ্রবণ এলাকায় সচেতনতামূলক ক্যাম্পেইন, দুর্ঘটনায় আহতদের জন্য জরুরি সহায়তা সেবা, এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সঙ্গে কার্যকরী সংলাপ।

ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ হাঁটা ও সাইকেল চালানোর পরিবেশ নিশ্চিত করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নগর পরিকল্পনা, আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ লক্ষ্য অর্জন করা সম্ভব।

টিএ/

Share this news on: