৫০ হাজার করদাতা বাড়ানোর লক্ষ্যমাত্রা সিলেট কর অঞ্চলের

সিলেটে নতুন করে আরো ৫০ হাজার করদাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সিলেট কর অঞ্চল।

সিলেট কর অঞ্চলের কর কমিশনার রনজীত কুমার সাহা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সিলেটে আমরা আরো ৫০ হাজার করদাতা তৈরির জন্য কাজ করছি। এজন্য সার্ভে কাজে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাজে লাগাচ্ছি। এ কাজের বিপরীতে বরাদ্দও চলে এসেছে। অচিরেই কাজ শুরু হবে।

তিনি জানান, ২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত সিলেট কর অঞ্চলে ৮৫২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয় ৬১০ কোটি টাকা। গেল বছরে ৭২৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় ছিল ৫৩৭ কোটি টাকা। এবছর রাজস্ব আদায়ের পরিমাণ লক্ষ্যমাত্রার চেয়ে ২৪২ কোটি কম হলেও গত বছরের আদায়ের চেয়ে ৭৩ কোটি বেশি হয়েছে। প্রবৃদ্ধি ১৩ দশমিক ৪৭ শতাংশ।

এছাড়া সিলেটের ২২টি সার্কেলে গত বছর করদাতার সংখ্যা ছিল ১ লাখ ২৮ হাজার ৬৬০ জন। এবছর নতুন করদাতা বেড়েছে আরো ১৫ হাজার।

 

টাইমস/এইচইউ

Share this news on: