পাইলটের বিচক্ষণতায় রক্ষা পেলো ৭১ যাত্রীর জীবন

আর পাঁচটি সাধারণ ফ্লাইটের মতো ছিলো না ‘বি জি ফোর থার্টি সিক্স’ ফ্লাইটটি। আকাশে ওড়ার কিছুক্ষণ পরই খুলে পড়ে যায় বিমানের ল্যান্ডিং গিয়ারের একপাশের চাকা। মুহূর্তেই হুমকির মুখে পড়ে বিমানের পাইলট, কেবিন ক্রু ও ৭১ জন যাত্রীর জীবন। আতঙ্কজনক হয়ে ওঠে কক্সবাজার থেকে ঢাকাগামী এই ‘ড্যাশ এইট’ বিমানের পরিস্থিতি।  

তবে রুদ্ধশ্বাস এই পরিস্থিতিকে সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্ব দিয়ে এক জীবন্ত উদাহরণে পরিণত করেন ক্যাপ্টেন বিল্লাহ ও ফার্স্ট অফিসার জায়েদ। চাকা হারানো অবস্থায় নিরাপদ অবতরণের জন্য যা যা প্রয়োজন, তার সব কিছুই করা হয় সময়মতো। পাইলটদের সতর্ক বার্তার পরই দ্রুত প্রস্তুতি নেয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষ। একই সাথে পুরোপুরি প্রস্তুত থাকে ফায়ার সার্ভিস, গ্রাউন্ড ক্রু ও ইঞ্জিনিয়ারিং টিম।

অবশেষে একটি নিখুঁত ও নিরাপদ অবতরণের মাধ্যমে যাত্রীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেন পাইলট ও কেবিন ক্রুরা। 

বিশ্বব্যাপী ‘ড্যাশ এইট’ বিমানে চাকা খুলে পড়ার মত অপ্রত্যাশিত ঘটনা খুব একটা দেখা না গেলেও, সুদান, কানাডা, ডেনমার্ক, লিথুয়ানিয়া ও কেনিয়ায় এমন কিছু ঘটনা ঘটার নজির রয়েছে। যার মধ্যে ল্যান্ডিং গিয়ার ভেঙে আগুন লেগে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। তবে প্রত্যেক বারই পাইলটদের দক্ষতা ও উপস্থিত বুদ্ধি নিশ্চিত করেছে যাত্রীদের জীবনের নিরাপত্তা। যার তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নামও।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ