আধুনিক যুগে লং ডিসট্যান্স রিলেশনশিপই ‘নিউ নর্ম্যাল’। পড়াশোনা, চাকরি বা অন্য যেকোনো কারণে দুজন দুই শহরের বাস করেন। যত দিন যাচ্ছে এই যুগের ছেলে-মেয়েদের মধ্যে বাড়ছে লং ডিসট্যান্স রিলেশনশিপ। এই পরিস্থিতি এড়ানোর কোনো উপায় নেই।কিন্তু উপায় আছে সম্পর্ককে মজবুত করার।
লং ডিসট্যান্স রিলেশনশিপে নিয়মিত দেখা করার সুযোগ নেই। স্বামী-স্ত্রী একে-অন্যকে ফিজিক্যালি কাছে পেতে হলে মাসের পর মাস অপেক্ষা করতে হয়। এই দূরত্ব অনেক সময় মনের মাঝেও দূরত্ব তৈরি করে।
কাউকে একাকিত্ব গিলে খায়, আবার কেউ সঙ্গীকে ছাড়াই নিজের মতো করে বাঁচতে শেখে। এসব সমস্যা এড়িয়ে লং ডিসট্যান্স রিলেশনশিপকে কিভাবে আরো মধুর করে তুলবেন, তা জানাতেই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক—
প্রতিশ্রুতিবদ্ধ থাকুন
সঙ্গী দূরে থাকলেও মনে রাখবেন, তিনি কিন্তু আপনার জন্য অপেক্ষা করছেন। সঙ্গীকে একসঙ্গে থাকার কমিটমেন্ট দিয়েছেন, এটা ভোলা যাবে না।
এই আধুনিক যুগে সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগে না, কিন্তু গড়তে অনেক পরিশ্রম করতে হয়। তাই সঙ্গীর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকুন এবং নিজেদের সম্পর্ককে অগ্রাধিকার দিন।
সঙ্গী কাছে থাকুক বা দূরে, সবসময় খোঁজখবর রাখুন। দেখা না-ই বা হোক, মনের কথা শেয়ার করতে ভুলবেন না। কোনো সমস্যা থাকলে সেটা খুলে বলুন।
কোনো পরিস্থিতি নিয়ে খোলা আলোচনা করতে পারেন। এতে সম্পর্ক আরো সুদৃঢ় হবে। প্রতিনিয়ত টেক্সট করতে হবে, কিংবা সারাক্ষণ ফোনে কথা বলতে হবে, এমনটা নয়। কিন্তু দিনের একটা নির্দিষ্ট সময় সঙ্গীর সঙ্গে কথা বলুন। নিজের কথা বলুন এবং সঙ্গীর কথা শুনুন।
ধৈর্য রাখুন
লং ডিসট্যান্স রিলেশনশিপে ধৈর্য ধরে রাখতে হবে। আশাহত হওয়া যাবে না। আজ না হয়, একদিন একসঙ্গে থাকবেন। তাই দুজনকেই সম্পর্ক সুন্দর করে তোলার জন্য সমান প্রয়াস করতে হবে। মাঝে মাঝে একে-অন্যের জন্য গিফট পাঠাতে পারেন, অনলাইনে একসঙ্গে গেম খেলতে পারেন, ভার্চুয়াল ডেটের প্ল্যান করতে পারেন। এতে সম্পর্কে একঘেয়েমি আসবে না।
এফপি /টিএ