২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের (গ ইউনিট) পুনঃভর্তি পরীক্ষা আজ শনিবার (১৭ মে) অনুষ্ঠিত হচ্ছে। বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য নির্ধারিত এই এমসিকিউ (MCQ) পরীক্ষা বিকেল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা এখনো ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের ‘পুনঃ পরীক্ষার প্রবেশপত্র’ ডাউনলোড করেননি, তাদের দ্রুত ডাউনলোড করতে অনুরোধ করা হচ্ছে। নতুন প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসিকিউ পরীক্ষায় প্রশ্নপত্রে একাধিক ভুলের অভিযোগ ওঠে। এতে সুষ্ঠু ফলাফলের স্বার্থে এক শিক্ষার্থী উপাচার্যের কাছে পুনঃপরীক্ষার আবেদন করেন। পরবর্তীতে রিট দায়ের করলে, হাইকোর্ট ১৯ মার্চ পরীক্ষার ফলাফল প্রকাশ স্থগিত করে এবং এমসিকিউ পরীক্ষা পুনরায় নেয়া হবে কি না, সে বিষয়ে রুল জারি করে।
এরপর, ২৩ মার্চ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির এক বিশেষ সভায় আদালতে আবেদন করে পুনরায় শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকের পরীক্ষার আয়োজন করা হয়েছে। শুধুমাত্র পূর্ববর্তী পরীক্ষায় (৮ ফেব্রুয়ারি) উপস্থিত থাকা শিক্ষার্থীরাই এই পুনঃপরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
পরীক্ষাটি পূর্বনির্ধারিত কেন্দ্রসমূহেই অনুষ্ঠিত হবে।
আরএ/এসএন