মবের মাধ্যমে আমার ক্ষতি করার চেষ্টা করা হবে বলে ‘হুমকি’: বোতল নিক্ষেপকারী শিক্ষার্থী

উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছুড়ে মারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আলোচিত শিক্ষার্থী ইশতিয়াক হোসাইন বলেন, ডিবি কার্যালয়ে ২৬ ঘণ্টা আটকে রেখে আমাকে মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, আমাকে ফাঁসির আসামিদের সঙ্গে জেল হাজতে রাখার চেষ্টা করেছে।

শুক্রবার (১৬ মে) ডিবি কার্যালয় থেকে ছাড়া পাওয়ার পর রাতে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

জানা যায়, ইশতিয়াক হোসাইনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার সন্ধ্যা ৬টার পর তাকে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এরপরই তিনি কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থানস্থলে আসেন। সেখানে তখন তাদের অনশন চলছিল।

এ সময় সাংবাদিকরা ইশতিয়াককে তার ডিবি কার্যালয়ের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করেন।

জবাবে তিনি বলেন, ‘আমি প্রায় ২৬ ঘণ্টা ডিবি কার্যালয়ে ছিলাম, গতকাল (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৪টা থেকে আজকে প্রায় (সন্ধ্যা) ৬টা পর্যন্ত।’

এসময় তিনি আতঙ্কিত কিনা প্রশ্নের জবাবে বলেন, ‘অপরিচিত নম্বর থেকে যেহেতু হুমকি পেয়েছি, সেটা একরকম, কিছুটা আতঙ্কিত আছি যে মবের মাধ্যমে আমার ক্ষতি করার চেষ্টা করা হবে, এরকম বলেছে।’
অপরিচিত নম্বর থেকে ফোন আসে জানিয়ে তিনি বলেন, ‘তারপর আমার সমস্যা করবে। বাসা থেকে বের করে দেবে–এরকমভাবে আননোন নম্বর থেকে।’

ডিবি অফিসে নির্যাতন করা হয়েছিল কি না– এ প্রশ্নে ইশতিয়াক হুসাইন বলেন, ‘না ওরকম শারীরিক কোনো নির্যাতন করা হয়নি।’

আটক করা হয়েছিল কোথা থেকে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বাসা থেকে।’

মানসিক নির্যাতন করা হয়েছিল কি না জানতে চাইলে হুসাইন বলেন, ‘মানসিক নির্যাতন বলতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করে অনেক রাত পর্যন্ত সজাগ রাখা হয়েছে। ফাঁসির আসামিদের সঙ্গে জেল হাজতে রাখার চেষ্টা করেছে।’

জিজ্ঞাসাবাদের বিষয়ে তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না, এখন কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা আমার নেই। আমার মোবাইল, আমাকে ডিজিটালি উনারা চেক করেছেন এবং কোনো রাজনৈতিক সম্পৃক্ততা পায়নি।’

আবাসন সংকট নিরসনসহ তিন দফা দাবি আদায়ে বুধবার পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন ও দপ্তর যমুনা অভিমুখে ‘লং মার্চ’ করে কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেন।

গত বুধবার (১৪ মে) রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে বক্তব্য প্রদানকালে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয় শিক্ষার্থীরা। স্লোগানের উত্তেজনায় ওপরে বোতল ছুড়ে মারেন ইশতিয়াক হোসাইন। সেই বোতল আঘাত করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায়। এই ঘটনা পরবর্তীতে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এনসিপির নেতারা তীব্র নিন্দা জানান।

জানা যায়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ মে) ইশতিয়াক হোসাইনকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করে প্রশাসন। পরবর্তীতে আজ শুক্রবার (১৬ মে) বিকেলে ইশতিয়াক হোসাইনকে ডিবি কার্যালয়ে আটক করা হয় বলে জানা যায়।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
প্রতিবন্ধীদের সংসদে পৌঁছে দেয়ার রাজনীতি করতে চায় এনসিপি: সামান্তা শারমিন Dec 03, 2025
img
মন শান্ত রাখার পরামর্শ দিলেন আনুষ্কা শর্মা Dec 03, 2025
img

আইআরআই জরিপ

এবি পার্টিকে চেনেন ৮৪ শতাংশ, সমর্থন করেন ২১ শতাংশ মানুষ Dec 03, 2025
img
নির্বাচনে জনগণের অংশগ্রহণ বাড়াতে জনস্পর্শী প্রচারণায় জোর তথ্যসচিবের Dec 03, 2025
img
কোর্টের ঘাড়ে বন্দুক রেখে ইসিকে বাধ্য করার ষড়যন্ত্র চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী Dec 03, 2025
img
টলিউডে প্রথমবার মিমি-সোহমের ট্যাঙ্গো নাচ Dec 03, 2025
img
ইমরান খানকে নিয়ে দুশ্চিন্তায় মুনমুন সেন Dec 03, 2025
img
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা Dec 03, 2025
img
হঠাৎ পোশাক জটিলতায় শুটিং সেটে নিরুপায় স্বরা ভাস্কর Dec 03, 2025
img
হরিদ্বারে ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন, কান্নায় ভেঙে পড়লেন ববি দেওল! Dec 03, 2025
img
স্ত্রীর ৩০ ঘণ্টা প্রসব যন্ত্রণা দেখে দৃষ্টিভঙ্গির বদলে গেল অভিনেতা বিক্রান্তের Dec 03, 2025
img
তেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান ক্যাব সভাপতি Dec 03, 2025
যে কারণে গুমের ব্যবহার করেছিলেন হাসিনা! Dec 03, 2025
কল্কি ২৮৯৮ এডি’ তে দীপিকার পরিবর্তে প্রিয়াংকা? Dec 03, 2025
প্রিয়াংকা–নিকের প্রেমকাহিনি পূর্ণ হলো সাত বছরে Dec 03, 2025
ক্যাম্প ন্যুতে দুর্দান্ত প্রত্যাবর্তনে আতলেতিকো কে হারালো বার্সেলোনা Dec 03, 2025
img
ছেলেকে নিয়ে গাড়ির শোরুমে চিত্রনায়িকা বুবলী Dec 03, 2025
বেগম জিয়াকে দেখতে এসে যা বললেন চরমোনাই পীর Dec 03, 2025
img
চলমান ও নির্ধারিত পরীক্ষা দ্রুত শুরু করার দাবি ডাকসুর Dec 03, 2025
চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া, তবুও কাটেনি শঙ্কা Dec 03, 2025