ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি : আগামী জুনে আন্তর্জাতিক সম্মেলন

সৌদি আরব ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে আগামী জুন মাসে ফিলিস্তিনের জন্য দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ বিষয়টি শুক্রবার (১৬ মে) আরব লীগের এক উচ্চপদস্থ কর্মকর্তা নিশ্চিত করেছেন। তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি বাগদাদে এক সংবাদ সম্মেলনে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্মেলন ১৭ থেকে ২০ জুন পর্যন্ত সৌদি আরব এবং ফ্রান্সের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত হবে, যেখানে শনিবার ৩৪তম আরব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তবে অনুষ্ঠান ঠিক কোন স্থানে অনুষ্ঠিত হবে, তা তিনি নির্দিষ্ট করেননি।

জাকির মতে, সম্মেলনের লক্ষ্য ‘জাতিসংঘের পূর্ববর্তী একটি সাধারণ পরিষদের প্রস্তাব বাস্তবায়ন করা এবং দ্বি-রাষ্ট্র সমাধান (ফিলিস্তিন ও ইসরাইল) ত্বরান্বিত করা, পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্রকে বাস্তবায়িত করার উপায় অনুসন্ধান করা।’

তিনি উল্লেখ করেন, সম্মেলনটি ‘গুরুত্বপূর্ণ এবং ব্যাপক’ হবে। কারণ এতে ফিলিস্তিন ইস্যুর রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক দিকগুলোসহ সকল দিক থেকে আলোচনা করা হবে।

তিনি আশা ব্যক্ত করেন যে, কিছু দেশ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, যার ‘একটি উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব’ থাকবে।

গত এপ্রিল মাসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, তার দেশ আগামী মাসগুলোতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে।

আরএ/এসএন

Share this news on: