আলবেনিয়ায় অনুষ্ঠিত ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিরানায় গিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সম্মেলনে আগত অতিথিদের জন্য আয়োজিত লাল গালিচায় মেলোনি পা রাখতেই ঘটে এক অদ্ভুত ঘটনা। তাকে স্বাগত জানাতে অভিনব এক কৌশল অবলম্বন করেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা।
ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, মেলোনি যখন লার গালিচার ওপর দিয়ে এগিয়ে যাচ্ছিলেন হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ে তাকে স্বাগত জানান এডি রামা।
এছাড়া রামা মেলোনির উদ্দেশ্যে তার হাত দুটিকে অনেকটা ‘নমস্কার’ জানানো ভঙ্গিতে রাখেন। মেলোনি এই দৃশ্য দেখে হেসে ফেলেন এবং পরে রামার দিকে এগিয়ে গিয়ে তাকে আলিঙ্গন করেন। রামা তাকে ‘আমার ইতালিয়ান বোন’ বলে সম্বোধন করেন।
শুধু মেলোনিই নয়, অন্যান্য নেতাদের সঙ্গেও রামা রসিকতা করতে ভোলেননি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে স্বাগত জানিয়ে রামা বলেন, ‘এই যে সূর্যের রাজা!’
আর যুক্তরাজ্যের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘বৃষ্টি যে হবে, তা আগে থেকেই বোঝা যাচ্ছিল। এখন এটি ইউরোপীয় আবহাওয়া গবেষণা প্রতিষ্ঠান থেকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত-এই বৃষ্টির উৎস হচ্ছে ব্রিটিশ প্রতিনিধিদল!’
প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে শুক্রবার সকালে রামা একটি নীল ছাতা ঘুরিয়ে লাল গালিচায় সম্মেলনের সূচনা করেন। ইউরোপের ৪০ জনের বেশি রাষ্ট্রপ্রধানকে তিনি হাসিমুখে ও আন্তরিকভাবে স্বাগত জানান।
সম্মেলনের আগের দিন ইনস্টাগ্রামে রামা লেখেন, ‘আজ তিরানায় সমগ্র ইউরোপ এসেছে, আর গোটা বিশ্ব তা দেখছে-আমি আপনাদের সবাইকে অভিবাদন জানাই।’
তথ্যসূত্র: এনডিটিভি
এসএন