মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রচারিত একটি অর্থবিল প্রাথমিক পর্যায়েই আটকে গেছে। বিলটিকে ট্রাম্প নিজে ‘বিশাল, সুন্দর বিল’ বলে উল্লেখ করলেও, তা থমকে গেছে দলেরই পাঁচজন রিপাবলিকান আইনপ্রণেতার বিরোধিতায়।
এই পাঁচ রিপাবলিকান ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে বিলটির বিরুদ্ধে ভোট দিয়েছেন, ব্যয় আরও কমানোর দাবি জানিয়ে। ফলে ট্রাম্প প্রশাসনের বাজেট কাটছাঁট নীতি প্রথম ধাক্কা খেল চলতি বছরের কংগ্রেসীয় আলোচনায়।
যদিও ট্রাম্প বিলটি পাসের জন্য আইনপ্রণেতাদের একাধিকবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন, তবুও এর পাস হওয়ার পথ সহজ নয়। তবে বিলের সম্ভাবনা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি।
বিলটির বিরোধিতাকারী রিপাবলিকানদের দাবি, হাউস স্পিকার মাইক জনসন যদি মেডিকেইড কর্মসূচিতে ব্যয় কমানোর ব্যাপারে রাজি না হন, তাহলে তারা তাদের বিরোধিতা অব্যাহত রাখবেন।
উল্লেখ্য, মেডিকেইড যুক্তরাষ্ট্রের একটি স্বাস্থ্যসেবা কর্মসূচি, যা মূলত নিম্ন আয়ের আমেরিকানদের জন্য চালু করা হয়েছে।
প্রস্তাবিত বিলটিতে করছাড় কিছুটা সম্প্রসারণ করার কথা বলা হয়েছে, যা ট্রাম্পের প্রথম মেয়াদেও কার্যকর ছিল। বিলে বকশিশের ওপর কর না রাখার প্রস্তাব থাকলেও সমালোচকদের মতে, এই উদ্যোগ ধনীদেরকেই বেশি সুবিধা দেবে।
অন্যদিকে ডেমোক্র্যাটরা পুরোপুরি বিলটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা স্বাস্থ্যসেবা কর্মসূচির খরচ কমানোর বিরোধিতা করেছেন, বিশেষ করে সেইসব প্রকল্প যেখানে লাখ লাখ আমেরিকান কম খরচে বা ভর্তুকিতে স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন।
এই বিল ঘিরে চলমান বিতর্ক ট্রাম্প প্রশাসনের বাজেট পরিকল্পনাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এখন দেখার বিষয়, এই বিল কতটা পরিবর্তন বা সমঝোতার মধ্য দিয়ে চূড়ান্ত রূপ পায়।
এসএস/এসএন